রাহুল গান্ধীর আর্জি মঞ্জুর করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মা তথা কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়ার স্বাস্থ্যের কারণ দর্শিয়ে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদ পর্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। আগামী সোমবার (২০ জুন) তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করবে ইডি।
গত ২ জুন সোনিয়ার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছিল। গত রবিবার থেকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে শ্রী গঙ্গারাম হাসপাতালে ভরতি করা হয়। সোনিয়াকেও ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। তাঁকে আগামী ২৩ জুন দিতে বলেছে কেন্দ্রীয় সংস্থা।
কংগ্রেসের প্রতিবাদ
তারইমধ্যে গত সোমবার ইডির সামনে প্রথম হাজিরা দিয়েছিলেন রাহুল। দেশজুড়ে কংগ্রেসের প্রতিবাদ, বিক্ষোভের মধ্যে সকাল ১১ টায় দিল্লিতে ইডির সদর দফতরে পৌঁছেছিলেন। দিল্লিতে তো হুলুস্থুলু কাণ্ড বেঁধে গিয়েছিল। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশের তরফে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। তবে ১৪৪ অমান্য করে কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করলে বিক্ষোভকারীদের আটক করেছিল পুলিশ।