বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi to Canada on Temple Attack: চুপ থাকবে না ভারত, বোঝালেন মোদী, কানাডার মন্দিরে হামলার জবাবে ট্রুডোকে বললেন কী?
পরবর্তী খবর
কানাডার হিন্দু মন্দিরে হামলার ঘটনায় এবার মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সরাসরি জাস্টিন ট্রুডোর সরকারের নাম উল্লেখ করেছেন। মোদীর সাফ কথা, এভাবে ভয় দেখিয়ে ভারতীয়দের দৃঢ় মাসিকতাকে টলানো যাবে না। সোশ্যাল মিডিয়ায় এক বার্তা পোস্ট করে সেখানে মোদী লেখেন, 'কানাডায় হিন্দু মন্দিরে ইচ্ছাকৃত ভাবে এই হামলার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি আমি। আমাদের কূটনীতিকদের যেভাবে কাপুরুষোচিত ভাবে ভয় দেখানো হয়েছে, তাতেও আমি হতবাক। এই ধরনের হিংসার ঘটনা কখনও ভারতের দৃঢ় সংকল্পকে টলাতে পারে না। আমরা আশা করছি, কানাডা সরকার এর বিচার করবে এবং আইনের শাসন বজায় রাখবে।' (আরও পড়ুন: LAC-তে স্থিতাবস্থা বজায় রাখতে 'ইতিবাচক পদক্ষেপ',এবার কোথায় পা পড়ল ভারতীয় সেনার?)