অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া মুরিদকের লস্কর ঘাঁটি নতুন করে গড়ে তোলার তোড়জোড় শুরু হয়ে গিয়েছ। সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদর দফতর ছিল এই মুরিদকেতে। সেই মারকাজ তৈয়বার ধ্বংসাবশেষ পুরো ভেঙে ফেলা হয়েছে। সেখানে একটি নতুন কাঠামো তৈরি করা হবে। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে এই কাঠামো তৈরি করা হবে। এর জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছে। এর আগে গত ৭ মে পহেলগাঁও জঙ্গি হামলার জবাব হিসেবে ভারতীয় বায়ুসেনা অপারেশন সিঁদুর চালিয়েছিল। সেই ২৩ মিনিটের অপারেশনেই এই সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। এই আবহে সেই জঙ্গি ঘাঁটি নতুন করে নির্মাণ করতে শুরু করেছে লস্কর। এর জন্য অগস্ট মাসেই মারকাজ তৈয়বার ধ্বংসাবশেষ গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। গত সপ্তাহে গিয়ে সেই কাজ শেষ হয় বলে জানা যায়। (আরও পড়ুন: ভারত-পাক ম্যাচ নিয়ে তপ্ত রাজনীতি, চাপ বিজেপির ওপর, আরও তীব্র বয়কটের ডাক)