মহারাষ্ট্রের রায়গড়ে এক ভয়াবহ দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল। মুম্বইগামী একটি বাস নয়ানজুলিতে পড়ে ১৩ জন যাত্রী মারা গিয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২৯ জন। ওই বাসটি ৪২ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল মুম্বইয়ের দিকে। পুনে থেকে মুম্বই গামী এই বাসটি ভয়াবহভাবে নিচে পড়ে যায়। মুহূর্তে আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে।
মুম্বই-পুনে হাইওয়ের কাছে শিংগ্রোবাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার কাজ শুরু হয়েছে ঘটনার সঙ্গে সঙ্গেই, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তৎপরতার সঙ্গে। রায়গড়ের পুলিশ সুপার জানাচ্ছেন, বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। ‘তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে, ২৫ জন আহত হয়েছেন প্রাথমিকভাবে’, বলে জানিয়েছিল পুলিশ। তবে পরবর্তীকালে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে অবস্থায় খাদে বাসটি পড়ে গিয়েছে, তাকে উদ্ধার করে তুলে আনতে বেশ বেগ পেতে হয়েছে প্রশাসনকে। ক্রেন এনে নিচ থেকে ওই বাসটিকে তুলে আনা হয়েছে। যে ছবি ঘটনাস্থল থেকে উঠে এসেছে, তাতে দেখা গিয়েছে, বাসের ছাদ, জানলা সবই একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। কোনও মতে যাত্রীদের তুলে আনতে দড়ির সাহায্য নেওয়া হয়েছে।