
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
গুজরাটের মৌরবি সেতু ভেঙে যাওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অন্তত ৯ জনকে। সেই মামলায় ওরেভা গোষ্ঠীর প্রধান জয়সুখ প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে জয়সুখ প্যাটেল 'পলাতক' ছিলেন। অবশেষে সেই জয়সুখ প্যাটেল আত্মসমর্পণ করলেন আজ। ওরেভা গ্রুপের জয়সুখ প্যাটেল মৌরবির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করেন আজ দুপুর তিনটের সময়। জয়সুখকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত। উল্লেখ্য, মৌরবি কাণ্ডে পুলিশ যে চার্জশিট তৈরি করছে, সেখানে ওরেভা গোষ্ঠীর প্রধানকেই মূল অভিযুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে জয়সুখের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। আমদাবাদ এবং মৌরবিতে জয়সুখের বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। মৌরবি এবং কচ্ছে অবস্থিত ওরেভার কারখানাতেও পুলিশ হানা দিয়েছিল। তবে জয়সুখের খোঁজ পায়নি পুলিশ। অবশেষে ঘটনার বেশ কয়েক মাস পর আদালতের সামনে আত্মসমর্পণ করলেন জয়সুখ।
উল্লেখ্য, অজন্তা ঘড়ির প্রস্তুতকারক ওরেভা গ্রুপকে মৌরবি ব্রিজের দেখভালের দায়িত্ব দিয়েছিল মৌরবি পুরসভা। ১৫ বছরের জন্য পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ওরেভা কোম্পানিকে দেওয়া হয়েছিল সেতুটি। গতবছরের মার্চ মাসে এটি সংস্কারের জন্য জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। ফের ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষে এটি খুলে দেওয়া হয়। সেতুটি খোলার জন্য কোম্পানিকে ফিটনেস সার্টিফিকেট অবশ্য দেওয়া হয়নি পুরসভার তরফে। দুর্ঘটনার পর পুরসভার তরফে দাবি করা হয়, সংস্কার কাজে কোম্পানিটি কী ধরনের সামগ্রী ব্যবহার করেছে সে বিষয়ে কর্তৃপক্ষের কাছে কোনও তথ্য নেই।
প্রসঙ্গত, গুজরাটের মৌরবি জেলার মচ্ছু নদীর উপর ব্রিটিশ জমানার সেতুটি গতবছর ৩০ অক্টোবরের সন্ধ্যায় ভেঙে পড়ে। সেইসময় ব্রিজে কয়েকশো জন ছিলেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। তাদের মধ্যে প্রচুর শিশু এবং মহিলা ছিল।এই আবহে দুর্ঘটনায় প্রাণ হারান ১৩০ জনেরও বেশি। অনেকেরই দেহ নদীবক্ষে কাদায় আটকে গিয়েছিল। পরে সেতু নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়েছে মৌরবি পুরসভা। ওরেভা গোষ্ঠীর সঙ্গে চুক্তিতে গলদ রয়েছে বলে জানা গিয়েছে। বিরোধীরা এই দুর্ঘটনায় বিজেপি-ওরেভা ‘আঁতাতে’র অভিযোগ তুলেছিল। এদিকে এই বিপর্যয়ের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটেই ছিলেন। তাও তিনি মৌরবিতে গিয়েছিলেন ঘটনার দুই দিন পর। তাঁর মৌরবি সফরের আগে হাসপাতাল রঙ করানো হয়েছিল। যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
৳7,777 IPL 2025 Sports Bonus