মোদী বলেন,'যাঁরা ক্ষমতাকে তাঁদের জন্মগত অধিকার বলে মনে করেন তাঁরা গত এক দশক ধরে কেন্দ্রে ক্ষমতা পাননি। এখন প্রথম দিন থেকেই মানুষ অন্য কাউকে আশীর্বাদ করায় তাঁরা দেশের মানুষের ওপর ক্ষুব্ধ।'
ওড়িশায় নরেন্দ্র মোদী (ANI Photo)
শুক্রবার ওড়িশায় এক সভায় ফের একবার চেনা ছন্দে কংগ্রেস ও বিরোধী দলগুলিকে টার্গেট করে তোপ দাগেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, যাঁরা ক্ষমতাকে নিজেদের 'জন্মগত অধিকার' বলে মনে করেন, তাঁরা ১০ বছর ক্ষমতায় আসতে সক্ষম হননি। ভুবনেশ্বরে এক সভায় দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মোদী অভিযোগ করেন, বিরোধীরা নাগরিকদের বিভ্রান্ত করছেন। তাঁর দাবি, ক্ষোভের জেরে দেশের বিরুদ্ধ চক্রান্ত করছেন বিরোধীরা।
নরেন্দ্র মোদী বিরোধী ইস্যুতে বলেন,'গণতন্ত্র ও সংবিধানের সীমারেখার মধ্যে থেকেও তারা তাদের মতামত প্রকাশ করে। ভারতের সংবিধানের চেতনাকে চূর্ণ করা হয়েছে,গণতন্ত্রের সকল নিয়ম প্রত্যাখ্যান করা হয়।' একইসঙ্গে মোদী বলেন,'যাঁরা ক্ষমতাকে তাঁদের জন্মগত অধিকার বলে মনে করেন তাঁরা গত এক দশক ধরে কেন্দ্রে ক্ষমতা পাননি। এখন প্রথম দিন থেকেই মানুষ অন্য কাউকে আশীর্বাদ করায় তাঁরা দেশের মানুষের ওপর ক্ষুব্ধ।'