বাংলা নিউজ > ঘরে বাইরে > MCD: 'গুন্ডামির হার, মানুষের জয়,' দিল্লির মেয়র নির্বাচনে জয়ী আপ, ফের বিপাকে BJP
পরবর্তী খবর
MCD: 'গুন্ডামির হার, মানুষের জয়,' দিল্লির মেয়র নির্বাচনে জয়ী আপ, ফের বিপাকে BJP
1 মিনিটে পড়ুন Updated: 22 Feb 2023, 04:58 PM ISTSatyen Pal
কেজরিওয়াল মন্ত্রিসভার ডেপুটি মণীশ শিশোদিয়াও এনিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, মস্তানদের পরাজয় হয়েছে। ভোটারদের জয় হয়েছে। আম আদমি পার্টি থেকে মেয়র নির্বাচন করার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছি।
দিল্লির মেয়র ভোটে জয়ী আপ।
আরিয়ান প্রকাশ
দিল্লিতে মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন আম আদমি পার্টির নেত্রী শেলী ওবেরয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এনিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। কেজরিওয়াল টুইট করে জানিয়েছেন, এবার মস্তানির পরাজয় হল। দিল্লির মানুষের জয় হয়েছে। শেলী ওবেরয়কে মেয়র হিসাবে নির্বাচন করায় দিল্লির মানুষকে ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির রেখা গুপ্তা সব মিলিয়ে ভোট পেয়েছেন ১১৬টি। শেলী ওবেরয় পেয়েছেন ১৫০টি ভোট। আর এই বিজয়ের জেরে মন খোলা শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বিজয়ী হিসাবে ঘোষণা হওয়ার পরে ওবেরয় জানিয়েছেন, আমি আপনাদের নিশ্চিত করছি সাংবিধানিক রীতি মেনে আমরা হাউজ চালাব। আমি প্রত্যাশা করব সকলেই হাউজের মর্যাদা রক্ষা করবেন। এই হাউজ যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য় সকলের সহযোগিতা চাইছি।
কেজরিওয়াল মন্ত্রিসভার ডেপুটি মণীশ শিশোদিয়াও এনিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, মস্তানদের পরাজয় হয়েছে। ভোটারদের জয় হয়েছে। আম আদমি পার্টি থেকে মেয়র নির্বাচন করার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি দিল্লির মানুষকে ধন্য়বাদ জানাচ্ছি। আপের প্রথম মেয়র শেলী ওবেরয়কে ধন্য়বাদ জানাচ্ছি।