বাংলা নিউজ > ঘরে বাইরে > Maharashtra Election Result Highlights: মারাঠাভূমে রক্তাক্ত কংগ্রেস জোট! BJP ঝড়ে ঐতিহাসিক জয় মহায্যুতির, আসল খেলা এবার?
Maharashtra Election Result Highlights: মারাঠাভূমে রক্তাক্ত কংগ্রেস জোট! BJP ঝড়ে ঐতিহাসিক জয় মহায্যুতির, আসল খেলা এবার?
10 মিনিটে পড়ুন Updated: 23 Nov 2024, 10:53 PM ISTAyan Das
Maharashtra Assembly Election Results 2024 Live Updates: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোটগণনা এবং ফলাফলের লাইভ আপডেট দেখুন এখানে।
মহারাষ্ট্র জয়ের পরে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা। (ছবি সৌজন্যে পিটিআই)
Maharashtra Assembly Election Results 2024 Highlights: মারাঠাভূমে রক্তাক্ত হল মহা বিকাশ আগাড়ি (কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি)। বিজেপির ঝড়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মহায্যুতি জোট। ২৮৮ আসন-বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি ২৩০টি আসন ছিনিয়ে নিল। সেখানে ৪৬টি আসন পেয়েছে কংগ্রেস জোট। তবে রাজনৈতিক মহলের মতে, এবার আসল ‘খেলা’ শুরু হবে মহারাষ্ট্রে। মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে একপ্রস্থ ‘মহা’নাটক চলতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের।
23 Nov 2024, 10:53 PM IST
Maharashtra Assembly Election Results 2024 Live: মারাঠাভূমে রক্তাক্ত কংগ্রেস জোট! BJP ঝড়ে ঐতিহাসিক জয় মহায্যুতির, আসল খেলা এবার?
মারাঠাভূমে রক্তাক্ত হল কংগ্রেস জোট! একনাথ শিন্ডের শিবসেনা একা যতগুলি আসনে এগিয়ে আছে, সেই সংখ্যাটা ছুঁতে পারল না কংগ্রেস জোট। যে জোটে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি আছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ৩৪টি আসনে জিতেছে। ৯৮টি আসনে এগিয়েছে। মোট আসন সংখ্যা ১৩২। শিন্ডে গোষ্ঠী জিতে গিয়েছ ১৮টি আসনে। এগিয়ে ৩৭টি আসনে। ঝুলিতে আছে মোট ৫৫টি আসন। অজিত পাওয়ারের এনসিপির ঝুলিতে আছে ৪১টি আসন। ১৯টি আসন জিতে গিয়েছে। ২২টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ মহাযুতির মোট আসনের সংখ্যা হল ২২৮। মহা বিকাশ আঘাড়ির ঝুলিতে আছে মাত্র ৪৭টি আসন। উদ্ধবের শিবসেনা ২১টি আসনে এগিয়ে আছে বা জিতে গিয়েছে। কংগ্রেস এবং শরদের ঝুলিতে যথাক্রমে ১৬ এবং ১০টি আসন আছে।
দুপুর ১ টা ৫৫ মিনিট বেজেছে। আপাতত ২১৫টি আসনে এগিয়ে আছে বিজেপি জোট। ছ'টি আসনে জিতে গিয়েছে। কংগ্রেস জোট এগিয়ে ৫৭টি আসনে। অন্যান্যরা ১০টি আসনে এগিয়ে আছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি জোটের শিবসেনা একাই ৫৭টি আসনে এগিয়ে আছে। এগিয়ে থাকা এবং জিতে যাওয়া আসন মিলিয়ে বিজেপির ঝুলিতে ১২৬টি সিট আছে।
23 Nov 2024, 12:38 PM IST
Maharashtra Assembly Election Results 2024 Live: তিনিই কি মুখ্যমন্ত্রী হবেন, বলতে পারলেন না একনাথ শিন্ডে!
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, আগে চূড়ান্ত ফলাফল বের হোক। তারপর বিজেপি শিবসেনা, এনসিপির নেতারা আলোচনায় বসবেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে কে মুখ্যমন্ত্রী হবে।
ঐতিহাসিক জয়ের পথে মহায্যুতি। আর তা নিয়ে প্রথমবার মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বললেন, 'আমি বলেছিলাম যে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব। সেটাই পেয়েছি।' তিনি দাবি করেন, তাঁরা যে কাজ করেছেন, সেটার দাম দিয়েছেন সাধারণ মানুষ। যদিও মুখ্যমন্ত্রী কে হবেন? তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন কিনা, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি শিন্ডে।
23 Nov 2024, 11:43 AM IST
Maharashtra Assembly Election Results 2024 Live: INDIA জোটের ৩ দল যত আসন পেয়েছে, তার ২.৫ গুণ একাই পাচ্ছে BJP!
মহারাষ্ট্রে আপাতত এককভাবে ১২৬টি আসনে এগিয়ে আছে বিজেপি। যা মহা বিকাশ আঘাড়ির মিলিত আসনের থেকেও বেশি। আপাতত কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি মিলিয়ে ৫৩টি আসন পেয়েছে। অর্থাৎ আড়াই গুণ বেশি আসন পেয়েছে বিজেপি।
23 Nov 2024, 11:20 AM IST
Maharashtra Assembly Election Results 2024 Live: ‘মুখ্যমন্ত্রী হবেন BJP-র!’ জিততে না জিততেই না ঝামেলা শুরু?
সঞ্জয় রাউত যে গড়বড় মন্তব্য করেছিলেন, তা নিয়ে কটাক্ষ করল বিজেপি। পদ্মশিবিরের নেতা বলেন, 'এবার সঞ্জয় রাউতের নিজের স্বপ্নের বিমানকে নীচে নামিয়ে ফেলা উচিত। রাজ্য এবং কেন্দ্রে বিজেপি থাকলে মহারাষ্ট্রের আরও উন্নয়ন হবে। সেই কারণেই আমাদের ভোট দিয়েছেন মানুষ।' সেইসঙ্গে তিনি বলেছেন, 'মুখ্যমন্ত্রী হবেন বিজেপির। আমার মতে, দেবেন্দ্র ফড়ণবীস হবেন মুখ্যমন্ত্রী।' আর সেই মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে যে ফের কি নতুন করে সংঘাত শুরু হবে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে?
এখন সকাল ১১ টা ১০ মিনিট। আর আপাতত যা ট্রেন্ড, তাতে ২২৩টি আসনে এগিয়ে আছে বিজেপির জোট। অর্থাৎ এই ফলটাই বজায় থাকলে রাজ্যের ৭৭.৪৩ শতাংশ আসনে জিতছে বিজেপি জোট। ৫৬টি আসনে এগিয়ে আছে কংগ্রেস জোট। ১০টি আসনে এগিয়ে আছে অন্যান্যরা। এরকম ট্রেন্ড বজায় থাকলে চরম লজ্জার মুখে পড়বে কংগ্রেস জোট।
শিবসেনার (উদ্ধব ঠাকরে শিবির) নেতা সঞ্জয় রাউত বললেন, 'ওরা কিছু গড়বড় করেছে। ওরা আমাদের কয়েকটি আসন চুরি করে নিয়েছে। এটা মানুষের সিদ্ধান্ত হতে পারে না। একবার পুরো ফলাফল প্রকাশিত হয়ে গেলে আমরা আরও কথা বলব। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে টাকা গোনার মেশিন বসানো হয়েছিল।'
23 Nov 2024, 10:49 AM IST
Maharashtra Assembly Election Results 2024 Live: ‘নিশ্চয়ই কিছু গোলমাল আছে, এটা মানুষের সিদ্ধান্ত ’
হার স্বীকার করে নিলেন শিবসেনা নেতা (উদ্ধব ঠাকরে শিবির) সঞ্জয় রাউত? তিনি বললেন, 'আমরা যা দেখছি, তাতে মনে হচ্ছে যে কিছু গোলমাল আছে। এটা মানুষের সিদ্ধান্ত নয়। প্রত্যেকেই বুঝতে পারবেন যে এখানে কী গড়বড় আছে। ওরা (মহায্যুতি) কী করেছে যে ১২০টির বেশি আসন পাবে? কীভাবে মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি ৭৫টি আসনও পাচ্ছে না?'
বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা বলেন, 'যখন কেউ হেরে যায়, তো নিজের হার নিয়ে বাহানা দিতে শুরু করে দেয়। তখন ইভিএম নিয়ে বাহানা দেয়।' আপাতত যা ট্রেন্ড, তাতে বিজেপি জোট ২০৯টি আসনে এগিয়ে আছে।
মহারাষ্ট্রে সেঞ্চুরি করে ফেলল বিজেপি জোট! সকাল ৯ টা ৯ মিনিটের হিসাব অনুযায়ী, প্রাথমিক ট্রেন্ডে বিজেপি জোট এগিয়ে আছে ১০১টি আসনে। কংগ্রেস জোট ১৭টি আসনে এগিয়ে আছে। বাকিরা চারটি আসনে এগিয়ে আছে। পোস্টাল ব্যালটের পরে অনেক জায়গায় ইভিএমের গণনা শুরু হয়ে গিয়েছে।
ঘড়িতে সময় হল সকাল ৮ টা ৫৭ মিনিট। আর প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মহায্যুতি ৭৮টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ বিজেপি জোট এগিয়ে আছে। মহা বিকাশ আঘাড়ি এগিয়ে আছে সাতটি আসনে। চারটি আসনে এগিয়ে আছে অন্যান্যরা। ইভিএমেও কি সেই ট্রেন্ড বজায় থাকবে?
ঘড়িতে সকাল ৮ টা ৪৫ মিনিট। প্রাথমিক টেন্ডে অনুযায়ী, বিজেপি জোট ৩৬টি আসনে এগিয়ে আছে। ছ'টি আসনে এগিয়ে আছে কংগ্রেসের মহা বিকাশ আঘাড়ি জোট। চারটি আসনে এগিয়ে আছে অন্যান্যরা। এখনও পোস্টাল ব্যালটের গণনা চলছে। হরিয়ানার মতো কি পাশা পালটাবে? নাকি লিড বজায় রাখবে বিজেপি জোট? হরিয়ানা বিধানসভা ভোটে শুরুতে এগিয়েছিল কংগ্রেস। তারপর হেরে গিয়েছিল।
মহারাষ্ট্র নির্বাচনে একাধিক হেভিওয়েট প্রার্থী আছেন। যে তালিকায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মতো নেতারা আছেন। আর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের ভাগ্য কোনদিকে ঝুলে আছে? তা দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে - ক্লিক করুন এখানে
ভোটগণনা শুরু হওয়ার মধ্যেই কোলাবা বিধানসভার বিজেপি প্রার্থী তথা মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নরওয়েকার বলেন, 'আমার মতে, ১৭৫টি আসনে জিতবে মহায্যুতি জোট।' একেবারে প্রাথমিক ট্রেন্ডে মহায্যুতি ৩০টি আসনে এগিয়ে আছে।
সকাল ৮ টা ২৬ মিনিট এখন। প্রাথমিক ট্রেন্ডে আরও লিড বাড়াচ্ছে বিজেপি জোট। আপাতত ২৪টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস জোট এগিয়ে তিনটি আসনে। আর অন্যান্যরা তিনটি আসনে এগিয়ে আছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে এটা একেবারেই প্রাথমিক ট্রেন্ড। এই ফলাফল পুরোপুরি পালটে যেতে পারে। কারণ পোস্টাল ব্যালটের গণনা চলছে এখনও।
23 Nov 2024, 08:20 AM IST
Maharashtra Assembly Election Results 2024 Live: লিড বাড়াচ্ছে BJP জোট, প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে INDIA
ঘড়ির কাঁটায় এখন ৮ টা ২০ মিনিট। প্রাথমিক ট্রেন্ডে আপাতত সাতটি কেন্দ্রে এগিয়ে আছে মহায্যুতি (বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি)। একটি কেন্দ্রে এগিয়ে আছে মহা বিকাশ আঘাড়ি (কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি)।
23 Nov 2024, 08:10 AM IST
Maharashtra Assembly Election Results 2024 Live: গণনা শুরু মহারাষ্ট্রে, প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে BJP জোট
মহারাষ্ট্রে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়ে গেল। প্রাথমিক ট্রেন্ডে বিজেপি জোট এগিয়ে আছে। দুটি কেন্দ্রে এগিয়ে আছে মহায্যুতি জোট। একটি আসনে এগিয়ে আছে মহা বিকাশ আঘাড়ি জোট। একেবারেই প্রাথমিক ট্রেন্ড এটা। সেটা দিয়ে কিছু বোঝা যাবে না।
ভোটগণনা শুরু হল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। তারপর ইভিএমের গণনা শুরু হবে মহারাষ্ট্রে। আর তারইমধ্যে ঈশ্বরের শরণে প্রার্থীরা। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী) প্রার্থী সাইনা এনসি। তিনি মুম্বা দেবী বিধানসভা থেকে লড়েছেন। গণপতি বাপ্পার দর্শন করেছেন আন্ধেরি ইস্টের শিবসেনা প্রার্থী মুরজি প্যাটেল। শিবসেনা প্রার্থী সঞ্জয় নিরুপমও সিদ্ধিবিনায়ক মন্দিরে আসেন।
ভোটগণনা শুরুর আগে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি দাবি করেছেন, মহারাষ্ট্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে মহায্যুতি জোট। নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহারাষ্ট্র রাহুল গান্ধীর সাম্প্রদায়িক রাজনীতিকে প্রত্যাখ্যান করে দেবে। মহারাষ্ট্রের মানুষ মোদীর সঙ্গে আছেন। তাঁরা স্লোগান দিচ্ছেন - 'একসঙ্গে আছি তো, সুরক্ষিত আছি।'
ওরলি থেকে লড়াই করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য। সেই আসনে শিবসেনার (একনাথ শিন্ডে গোষ্ঠী) প্রার্থী হলেন মিলিন্দ দেওরা। বান্দ্রা ইস্ট থেকে এনসিপির (অজিত পাওয়ার গোষ্ঠী) টিকিটে লড়েছেন বাবা সিদ্দিকির ছেলে জিশান। মানখুর্দ শিবাজি নগর থেকে লড়াই করেছেন নবাব মালিক। এনসিপির (অজিত পাওয়ার গোষ্ঠী) টিকিটে লড়েছেন।
কোপরি-পাচপাখাড়ি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। লড়েছেন শিবসেনার (একনাথ শিন্ডে গোষ্ঠী) টিকিটে। তাঁর এক ডেপুটি দেবেন্দ্র ফড়ণবীস নাগপুর দক্ষিণ-পশ্চিম আসন থেকে বিজেপির টিকিটে লড়াই করেছেন। শিন্ডের অপর ডেপুটি অজিত পাওয়ার নিজের দুর্গ বারামতি থেকে লড়াই করেছেন। বিদর্ভ অঞ্চলের সাকোলি থেকে লড়াই করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে।
23 Nov 2024, 07:14 AM IST
Maharashtra Assembly Election Results 2024 Live: মহারাষ্ট্রে সরকার গড়বে INDIA জোটই! আত্মবিশ্বাসী গেহলট
মহারাষ্ট্রে কংগ্রেসের পর্যবেক্ষক তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, '(মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে) আমরা আত্মবিশ্বাসী। আর আমাদের কর্মী-সমর্থকরা অত্যন্ত উত্তেজনায় ফুটছেন। ইন্ডিয়া জোট একসঙ্গে লড়াই করেছে। জনমত আমাদের পক্ষে আছে। আমরা আশা করছি যে মহারাষ্ট্রে আমাদের সরকারই ক্ষমতায় আসবে। আমরা আশা করছি যে ভোটগণনা প্রক্রিয়া মসৃণভাবে হবে।'
ইতিমধ্যে ভোটগণনার প্রস্তুতি চলছে বিভিন্ন কেন্দ্রে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ভোটগণনা কেন্দ্রের সামনে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা কাউকে বেরোতে ঢুকতে দেওয়া হচ্ছে। রয়েছে মেটাল ডিটেক্টর। সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হবে।
মহারাষ্ট্রে কংগ্রেসের পর্যবেক্ষক তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, 'এখন এক্সিট পোল আমাদের বিপক্ষে থাকলেও এটা মনে রাখতে হবে যে হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় বুথফেরত সমীক্ষায় আমাদের জয়ের আভাস দেওয়া হয়েছিল। তাই আসল ফলাফল কী হবে, তা জানতে পারবেন ভোটগণনা শুরু হওয়ার পরে। আমরা আত্মবিশ্বাসী যে ইন্ডিয়া জোটের উপরে মানুষের ভরসা আছে। তাঁরা আমাদের আশীর্বাদ দিয়েছেন।'
মহারাষ্ট্রের কোপরি-পাচপাখাড়ি আসন থেকে লড়াই করেছেন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) নেতা একনাথ শিন্ডে। আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মহা বিকাশ আঘাড়ির যিনি লড়াই করেছেন, সেই শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) প্রার্থী কেদার দিঘে অভিযোগ করেছেন যে ভোটগণনা প্রক্রিয়া বেনিয়ম করা হচ্ছে। স্ট্রংরুমের পরিবর্তে অবজার্ভেশন রুমে রাখা হয়েছে ইভিএম। যেখানে সিসিটিভি নেই। নিজের দাবির স্বপক্ষে কয়েকটি ভিডিয়োও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখিয়েছেন তিনি। কেদারের দাবি, যে খামের মধ্যে পোস্টাল ব্যালট থাকে, সেটাও ভালোভাবে সিল করা হয়নি।
23 Nov 2024, 06:24 AM IST
Maharashtra Assembly Election Results 2024 Live: প্রত্যেক বিধানসভায় গণনার জন্য ১ জন পর্যবেক্ষক
প্রতিটি বিধানসভায় গণনার জন্য একটি বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ ২৮৮টি বিধানসভা আসনের জন্য ২৮৮ জন পর্যবেক্ষক আছেন। প্রাথমিকভাবে পোস্টাল ব্যালটের গণনা হবে। তারপর খোলা হবে ইভিএম।
23 Nov 2024, 06:15 AM IST
Maharashtra Assembly Election Results 2024 Live: ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে কী হয়েছিল?
২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা একক বৃহত্তম দল হয়েছিল বিজেপি। জিতেছিল ১০৫টি আসনে। অবিভক্ত শিবসেনা ৫৬টি আসনে জিতেছিল। অবিভক্ত এনসিপি জিতেছিল ৫৪টি আসনে। কংগ্রেসের ঝুলিতে ৪৪টি আসনে গিয়েছিল। নির্দল প্রার্থীরা ১৩টি আসনে জিতেছিলেন। অন্যান্যরা জিতেছিল ১৬টি আসন। তারপর থেকে অবশ্য মহারাষ্ট্রের রাজনীতি পুরোপুরি পালটে গিয়েছে।
23 Nov 2024, 06:05 AM IST
Election Results 2024 Live: মহারাষ্ট্রের পাশাপাশি ঝাড়খণ্ডে ভোটগণনা আজ, নজরে বাংলায় ৬ বিধানসভাও
শুধু মহারাষ্ট্র নয়, আজ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেরও ভোটগণনা হতে চলেছে। সকাল আটটা থেকেই ভোটগণনা শুরু হবে। সেইসঙ্গে ওয়েনাড় লোকসভা কেন্দ্র-সহ দেশের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনেরও ফলাফল আজ। যে তালিকায় আছে পশ্চিমবঙ্গের ছ'টি বিধানসভা আসন - সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া।
মহারাষ্ট্রে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ২৮৮। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ১৪৫। যে জোট ১৪৫ বা তার বেশি আসন পাবে, সেই জোট সরকার গঠন করবে। বিভিন্ন এক্সিট পোলের নিরিখে মহারাষ্ট্রে সরকার গঠনের দৌড়ে মহায্যুতি জোট এগিয়ে আছে। মহা বিকাশ আঘাড়িকে একেবারে অবশ্য ছেঁটে ফেলা হয়নি অধিকাংশ এক্সিট পোলে।
23 Nov 2024, 05:57 AM IST
Maharashtra Assembly Election Results 2024 Live: কোন মহাজোটের পক্ষে মহারাষ্ট্র? একটু পরেই ভোটগণনা
Maharashtra Assembly Election Results 2024 Live Updates: ২০১৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে কম রাজনৈতিক নাটকীয়তার সাক্ষী থাকেনি মহারাষ্ট্র। আগামী পাঁচ বছরও সেই ‘রাজনৈতিক নাটকীয়তা’ বজায় থাকবে নাকি কিছুটা ‘স্থিতিশীলতা’ আসবে, সেটা বোঝা যাবে আজ। কারণ আজ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ২৮৮টি আসন-বিশিষ্ট মহারাষ্ট্রে ভোটগণনা শুরু হবে সকাল আটটা থেকে। যত বেলা গড়াবে, তত মহায্যুতি (বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি) নাকি মহা বিকাশ আঘাড়ির (কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি) মুখের হাসির চওড়া হবে, সেটা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে চোখ রাখুন।