নেপালের গণ-আন্দোলন যেন অন্য রূপ নিয়েছে। অনেকেরই মনে পড়ছে বাংলাদেশের পরিস্থিতির কথা। প্রতিবাদের নামে চলছে লুটপাট, অত্যাচার। ঠিক এমনটা মনে করছে সে দেশের সেনাবাহিনীও।কয়েক দশকের মধ্যে সবচেয়ে অস্থিরতা সময় পার করা হিমালয়ের দেশ নেপালের সেনাবাহিনী কাঠমান্ডুর রাস্তায় টহল জোরদার করেছে।
আরও খবর-গল্প হলেও সত্যি! একসঙ্গে মহড়ায় ভারত-পাকিস্তান-বাংলাদেশ, কোন যুদ্ধের প্রস্তুতি?
গত তিন দিন ধরে ভয়াবহ পরিস্থিতি নেপালে। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নামে তরুণ প্রজন্ম। তারপর কার্যত পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। পুলিশের গুলিতে অন্তত ২০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। সেই ক্ষোভেই আরও তীব্র হয় আন্দোলন।সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেও বিক্ষোভকারীরা একের পর এক রাজনৈতিক নেতার বাসভবনে লুটপাট, ভাঙচুর চালায়, সরকারি ভবন পুড়িয়ে দেয়, পার্লামেন্টেও আগুন লাগানো হয়।তবে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া ‘জেন-জি’ এ ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে রাখছে; ‘সুযোগসন্ধানীরা’ তাদের বিক্ষোভ ‘ছিনতাই করে নিয়েছে’ বলেও এখন তাদের দাবি।এরমধ্যে দেশজুড়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। হামলা ও ভাঙচুরে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নেপালের সেনাবাহিনী।ইতিমধ্যে হিংসা ও লুটপাটে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে সেনা। সেই সঙ্গে ৩১টি আগ্নেয়াস্ত্র উদ্ধারও করেছে।
আরও খবর-গল্প হলেও সত্যি! একসঙ্গে মহড়ায় ভারত-পাকিস্তান-বাংলাদেশ, কোন যুদ্ধের প্রস্তুতি?
কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় সামরিক চেকপয়েন্ট বসানো হয়েছে। কর্মকর্তারা মঙ্গলবারের বিক্ষোভের কেন্দ্রবিন্দু নিউ বানেশ্বর সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহনগুলির পরিচয়পত্র খতিয়ে দেখছেন।এরমধ্যে সামান্য যে শব্দ আসছে তাও সামরিক বাহিনীর কর্মকর্তাদের লাউডস্পিকার থেকে। তারা লোকজনকে ঘরে থাকতে এবং ‘অপ্রয়োজনে বের না হতে’ অনুরোধ করছেন।বুধবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। বেশিরভাগ বাসিন্দা কারফিউ মেনে চলায় রাজধানী অন্য দুই দিনের তুলনায় বেশ শান্ত। তারমধ্যেই পুড়তে থাকা ভবনগুলি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।আগুনে আদালত চত্বর ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হওয়ায় বুধবার নেপালের সুপ্রিম কোর্ট অনির্দিষ্টকালের জন্য সব শুনানি স্থগিত রাখার ঘোষণা করেছে।এদিকে, বিক্ষোভ, বিশৃঙ্খলার মধ্যে কাঠমান্ডুর আশপাশের জেলগুলি থেকে কয়েক হাজার বন্দি পালিয়ে গিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।