দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের ফল ঘোষণার এক সপ্তাহ পর শুক্রবার ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) জানিয়েছে, ১০ জুনের মধ্যে রিভিউ আবেদনগুলি বোর্ডের কাছে জমা দেওয়া যেতে পারে।
একই সঙ্গে আজ ৩১ মে থেকে বোর্ড পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র বিতরণ শুরু করেছে বোর্ড।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র ৩১ মে (শুক্রবার) এবং ১ জুন (শনিবার) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোর্ড অফিস থেকে বিতরণ করা হবে। স্কুলের প্রধান শিক্ষক বা তাদের অনুমোদিত প্রতিনিধিরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য পৃথক অনুমোদনের পত্র জমা দিতে পারেন এবং তাদের সংশ্লিষ্ট স্কুলের জন্য মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারেন', আজ টিবিএসই অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যে সমস্ত শিক্ষার্থীরা তাদের নম্বর নিয়ে সন্তুষ্ট নন তাদের ৭ জুনের মধ্যে তাদের নিজ নিজ স্কুলে তাদের পর্যালোচনা আবেদনপত্র জমা দিতে হবে এবং এই আবেদনপত্রগুলি ১০ জুনের মধ্যে টিবিএসই অফিসে পৌঁছাতে হবে।
গত ২৪ মে দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করে টিবিএসই। দশম ফলাফলে পাশের হার ৮৭.৫৪ শতাংশ, ৭৯.২৭ শতাংশ হল দ্বাদশ শ্রেণিতে পাশের হার।