কর্নাটকের প্রাক্তন ডিজিপি ওমপ্রকাশ। তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তাঁর দেহ মিলেছিল বাড়ি থেকে। প্রাক্তন ওই আইপিএসের মৃত্যুর পরে তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। এদিকে স্ত্রীর দাবি তাকে বিষ প্রয়োগ করে আটকে রাখা হয়েছিল বাড়িতে। এমনকী প্রাক্তন ডিজির লোকজন তাঁর উপর সবসময় নজর রাখতেন।
ওম প্রকাশের স্ত্রী পল্লবী একাধিক হোয়াটস অ্যাপ গ্রুপে কিছু মেসেজ পাঠিয়েছিলেন। এনডিটিভি সেই বার্তা দেখেছে। এদিকে তদন্তে উঠে এসেছে পল্লবী স্কিজোফ্রেনিয়াতে ভুগছেন। মানসিক কিছু সমস্যা রয়েছে। এমনকী তাঁর পুত্রও জানিয়েছেন মা অবসাদে ভুগছেন। সেকারণে এই মেসেজগুলিকে গুরুত্ব দিয়ে দেখা ঠিক হবে না।
ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে আইপিএস অফিসারদের গ্রুপে তেমনই একটি মেসেজ করা হয়েছিল। ওই মহিলা তাঁর স্বামীর রিভলবারটি বাজেয়াপ্ত করার জন্য় দাবি জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, আমাকে বন্দি করা হয়েছে। আমি যেখানে যাই ওমপ্রকাশের লোকজন নজর রাখে।
এমনকী তিনি লিখেছিলেন আমি ওমপ্রকাশকে বার বার বলেছি আলাদা থাকো। কিন্তু কোনও লাভ হয়নি। আমি যখনই কোথাও যাই সেই জলে খাবারে বিষ মেশানো শুরু হয়। এমনকী তার জেরে তাঁর মেয়েকেও ভুগতে হয় বলে তাঁর দাবি।