KK Shailaja: কেরলের সিপিআইএম নেত্রী কে কে শৈলজা ফেরালেন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড! নেপথ্যে কোন 'আদর্শ'?
1 মিনিটে পড়ুন Updated: 04 Sep 2022, 09:31 PM IST-
এই পুরস্কার চালু হয়েছে ১৯৫৭ সালে। এটি এশিয়ার মধ্যে নানান ক্ষেত্রে নিঃস্বার্থ সামাজিক সেবার জন্য প্রদান করা হয়। সেই অর্থে এটি এশিয়ার বুকে সামাজিক সেবার নিরিখে সবচেয়ে বড় সম্মান। এই পুরস্কার প্রথম ভারতীয় হিসাবে পান বিনভা ভাবে। সেটা ১৯৫৮ সালে। এরপর বহু ভারতীয় এই পুরস্কারের সম্মানে ভূষিত হয়। সাংবাদিক রবীশ কুমারও এই সম্মান পেয়েছেন। সেই জায়গা থেকে নির্দিষ্ট 'আদর্শ'এর নিরিখে এই সম্মান ফিরিয়ে দেওয়ার ঘটনাতেও তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে কেকে শৈলজার নাম।