1 মিনিটে পড়ুন Updated: 15 Mar 2023, 06:44 PM ISTSatyen Pal
ব্রিটেন থেকে সম্প্রতি কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে কার্যত তোপ দেগেছিলেন রাহুল। এরপরই সংসদে এনিয়ে শোরগোল পড়ে যায়। সেখান থেকে রাহুল গান্ধী বলেছিলেন, ভারতের গণতন্ত্রের উপর আঘাত হানা হচ্ছে।
রাহুল গান্ধী, কংগ্রেস নেতা (ANI Photo)
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্রিটেন থেকে করা মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল চরমে। তার মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, ক্ষমা চাওয়ার কোনও ব্যাপারই নেই।
এদিকে রাহুল গান্ধী বিদেশের মাটিতে বসে জানিয়েছিলেন ভারতের গণতন্ত্রের উপর আঘাত আসছে। তা নিয়ে বিজেপি দাবি তুলেছিল রাহুলকে এনিয়ে ক্ষমা চাইতে হবে। তবে মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, যারা বলছে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া দরকার তাদের জন্য একটা কথা বলতে চাই। যখন মোদীজি পাঁচ, ছয়টা দেশে গিয়েছিলেন ও ভারতবাসীকে অপমান করেছিলেন, যখন তিনি বলেছিলেন ভারতে জন্মানো একটা পাপ…
কংগ্রেস সভাপতি খাড়গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গণতন্ত্রকে দাবিয়ে রাখা হচ্ছে, মতপ্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। টিভি চ্যানেলগুলিকে চাপে রাখা হচ্ছে, যারা সত্যি কথা বলছেন তাদের জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যদি এগুলি গণতন্ত্রকে হত্যা করার কাজ না হয় তবে কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়! সুতরাং ক্ষমা চাওয়ার কোনও ব্যাপারই নেই।
এদিকে ব্রিটেন থেকে সম্প্রতি কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে কার্যত তোপ দেগেছিলেন রাহুল। এরপরই সংসদে এনিয়ে শোরগোল পড়ে যায়। সেখান থেকে রাহুল গান্ধী বলেছিলেন, ভারতের গণতন্ত্রের উপর আঘাত হানা হচ্ছে। দেশের প্রতিষ্ঠানগুলির উপর আঘাত নেমে আসছে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ব্রিটিশ সাংসদদের সামনে বলেছিলেন ভারতের পার্লামেন্টে বিরোধীরা বলতে উঠলেই মাঝেমধ্য়ে মাইক অফ করে দেওয়া হয়।