
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
পাকিস্তানে সরকার-বিরোধী বিক্ষোভে এস জয়শংকরকে যোগ দিতে বলে বিতর্ক বাঁধালেন ইমরান খানের দলের নেতা। চলতি মাসে পাকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) যে বৈঠক হবে, তাতে যে ভারতের বিদেশমন্ত্রী যাচ্ছেন, সেই প্রসঙ্গে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা তথা খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা মহম্মদ আলি সইফ বলেন যে তাঁদের বিক্ষোভে যোগ দেওয়ার জন্য জয়শংকরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তিনি যেন ভাষণ দেন। আর সেই মন্তব্যের পরই পাকিস্তানের শাসকপক্ষের রোষের মুখে পড়েছে ইমরানের দল। সইফ যে মন্তব্য করেছেন, সেটা চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন বলেও আক্রমণ করেছে পাকিস্তানের শাসকপক্ষ। সেই পরিস্থিতিতে নিজের মন্তব্যের সাফাই দিলেও যা আগুন ছড়ানোর, ততক্ষণে ছড়িয়ে গিয়েছে।
গত শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো নিউজে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা নবেন, ‘আমাদের বিক্ষোভে যোগ দেওয়ার জন্য জয়শংকরকে আমন্ত্রণ জানাবে পিটিআই। আর দেখে যান যে পাকিস্তানের গণতন্ত্র মজবুত। যেখানে প্রত্যেকের বিক্ষোভের অধিকার আছে।’
আর সেই মন্তব্য নিয়ে পাকিস্তানের অন্দরে তুমুল বিতর্ক শুরু হয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী তথা শাসক দল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ শিবির) নেতা আতাউল্লাহ তারার অভিযোগ করেছেন, সইফ যে মন্তব্য করেছেন, তা ‘চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন’। সেই মন্তব্যের মাধ্যমে ‘পাকিস্তানের প্রতি শত্রুতার’ মনোভাবটা ফুটে উঠেছে।
একইসুরে সিন্ধ প্রদেশের তথ্যমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা সারজিল মেমন বলেন, 'আজ জয়শংকরকে আমন্ত্রণ করছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। আহামিকাল ওরা ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ডাকবে। এটা পাকিস্তান-বিরোধী কাজ।' সেইসঙ্গে তিনি অভিযোগ করেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠক ভেস্তে দেওয়ার পরিকল্পনা করছে পিটিআই।
তবে সেইসব বিতর্ক নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, এখানে নয়াদিল্লির কিছু বলার নেই। পুরোটাই পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। নিজেদের রাজনৈতিক লড়াই। তাতে অহেতুক কোনও নাক গলাবে না ভারত। বরং বিদেশ মন্ত্রকের ফোকাস থাকবে জয়শংকরের পাকিস্তান সফরের উপরে।
আগামী ১৫ এবং ১৬ অক্টোবর পাকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠক আছে। তাতে যোগ দেবেন জয়শংকর। তিনি সাফ জানিয়েছেন, ‘ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে আলোচনা করতে (পাকিস্তানে) যাচ্ছেন না। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের একজন দায়িত্ববান সদস্য হিসবে (পাকিস্তানে) যাচ্ছেন। আমি যেহেতু বিনয়ী এবং ভদ্র, তাই আমি সেরকমই ব্যবহার করব।’
৳7,777 IPL 2025 Sports Bonus