
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আমেরিকা থেকে আরও ৪৮৭ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হতে পারে। তবে সেটাই চূড়ান্ত সংখ্যা কিনা, তা স্পষ্টভাবে জানাতে পারেননি ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার তিনি জানিয়েছেন, মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে যে আমেরিকা থেকে আরও ৪৮৭ জনকে 'চূড়ান্ত অপসারণের' নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা ভারতীয় বলে মনে করা হচ্ছে।তাঁরা আদৌও ভারতীয় কিনা, তা যাচাই করে দেখতে আমেরিকার থেকে তথ্য পাওয়া চাওয়া হয়েছে। আপাতত ২৯৮ জনের তথ্য পাওয়া গিয়েছে। সেটা যাচাই করে মার্কিন প্রশাসনকে জানানো হবে। বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে যোগাযোগ বজায় রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব। সেইসঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কতজন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে, তা নিয়ে আপাতত নির্দিষ্ট কোনও তথ্য নেই।
তবে নাম গোপন রাখার শর্তে বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন, প্রায় ৬০০ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরানোর প্রক্রিয়া চালাচ্ছে আমেরিকা। কিছু সময় আগেই মার্কিন প্রশাসনের তরফে ভারতকে জানানো হয়েছে যে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত ৪৮৭ জনকে 'চূড়ান্ত অপসারণের' নির্দেশ দেওয়া হয়েছে। আরও ২০৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশকেই গত মাসে মেক্সিকো সীমান্তের কাছে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।
ওই আধিকারিকরা জানিয়েছেন, সম্প্রতি আটক হওয়া ২০৩ জনের মধ্যে প্রথম দফায় আমেরিকা থেকে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। মার্কিন বায়ুসেনার সি-১৭ বিমানে করে গত বুধবার তাঁরা অমৃসতরে এসেছেন। তবে যেভাবে তাঁদের আনা হয়েছে, তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
ভারতে ফিরে আসা অবৈধ অভিবাসীরা জানিয়েছেন যে চেন দিয়ে তাঁদের পা বেঁধে রাখা হয়েছিল। হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল হাতে। আর বাকিদের মধ্যে ৯৬ জনের নাগরিকত্ব ইতিমধ্যে যাচাই করা হয়ে গিয়েছে। তাঁদের আগামিদিনে ভারতে পাঠানো হবে বলে ওই আধিকারিকরা জানিয়েছেন।
সেইসবের মধ্যেই ভারতের বিদেশ সচিব জানিয়েছেন, যে চক্রের কারণে এই ভারতীয়দের এরকম ভয়ংকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে। ওই চক্রটাই হল 'আসল ক্যানসার'। যে গ্যাং নিরীহ মানুষকে বোকা বানিয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়। পথে বসিয়ে দেয় মানুষকে। সেই পরিস্থিতিতে ওই চক্রের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে বলে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports