সাংঘাতিক ঘটনা! সোমবার স্ত্রীকে কুপিয়ে খুনের পর ফেসবুক লাইভ এসে অপরাধের কথা স্বীকার করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে পুলিশের কাছে আত্মসমর্পন করেন অভিযুক্ত। আর এই নৃশংস ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কেরলের কোল্লাম জেলায়।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৬ টা নাগাদ ভালাক্কোডুর প্লাচেরি এলাকার বাসিন্দা শালিনী (৩৯) রান্নাঘরের পিছনে পাইপলাইনের কাছে স্নান করছিলেন। সেই সময় হঠাৎ তাঁর উপর ছুরি নিয়ে হামলা চালায় তাঁর স্বামী আইজ্যাক। শালিনী কিছু বুঝে ওঠার আগেই তাঁর উপর একের পর এক ছুরিকাঘাত করে স্বামী। যার জেরে ওই মহিলার ঘাড়, বুক এবং পিঠে মারাত্মক আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শালিনীর। অন্যদিকে, স্ত্রী খুনের কিছুক্ষণ পরে অভিযুক্ত আইজ্যাক ফেসবুকে লাইভ করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি হত্যার কথা স্বীকার করেন এবং স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। যার মধ্যে সন্দেহ এবং গয়নার অপব্যবহারের অভিযোগও রয়েছে। ইতিমধ্যে ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপরেই স্থানীয় থানায় গিয়ে স্ত্রীকে খুনের কথা কবুলের পর আত্মসমর্পন করে আইজ্যাক।
আরও পড়ুন-'দুর্ভাগ্যজনক!' এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় কেন্দ্রের রিপোর্ট তলব SC-র
আইজ্যাকের স্বীকারোক্তি শুনেই হতবাক হয়ে যায় পুলিশ। তড়িঘড়ি তার বাড়িতে পৌঁছে শালিনীকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, শালিনীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ওই দম্পতির ১৯ বছর বয়সি ছেলে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে। তাঁর অভিযোগের ভিত্তিতে, অভিযুক্ত আইজ্যাকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৩(১) (হত্যা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এফআইআর অনুসারে, ওই দম্পতির মধ্যে অনেক দিন ধরে অশান্তি চলছিল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, অশান্তি চরম পর্যায়ে পৌঁছলে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ওই ব্যক্তি।পুলিশ জানিয়েছে, ফরেনসিক টিম আইজ্যাকের বাড়িতে পরীক্ষা-নিরীক্ষা করছে। পাশাপাশি মৃতা এবং অভিযুক্ত উভয়ের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার জোরদার তদন্ত চলছে।
আরও পড়ুন-'দুর্ভাগ্যজনক!' এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় কেন্দ্রের রিপোর্ট তলব SC-র
উল্লেখ্য, সম্প্রতি বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। অভিযোগ, ফেসবুক থেকে স্বামী জানতে পারে যে তার স্ত্রী এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছেন। তারপরই রাস্তায় গুলি করে স্ত্রীকে খুন করে স্বামী। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি স্ত্রীকে। তার কয়েকদিন পরেই কেরলের এই ঘটনার সামনে এসেছে।