মহারাষ্ট্রের এইচএসসি ২০২৩ পরীক্ষা হচ্ছে। আর সেই পরীক্ষা ঘিরে উঠে এল এক চাঞ্চল্যকর ঘটনা। সদ্য এক কলেজ হেডমাস্টার ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন ক্যামেরায়। স্কুলে টুকলি করতে চেয়ে হেডমাস্টারমশাইকে ঘুষ দেওয়া হচ্ছিল বলে খবর। তখনই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার পরই সাসপেন্ড করা হয় হেডমাস্টারকে।
মহারাষ্ট্রের গাড়চিরৌলিতে ঘটে গিয়েছে এই ঘটনা। সেখানের এক দ্বাদশ শ্রেণির কলেজের হেডমাস্টার ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গেলেন। ক্যামেরায় ধরা পড়েছে, ১৪.৫ লাখ টাকার ঘুষ দেওয়া হচ্ছিল ওই হেডমাস্টারমশাইকে। দেখা গিয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য কিছু পড়ুয়া হেডমাস্টারমশাইকে ঘুষ দিচ্ছিল। তবে পরে জানা গিয়েে, এই গোটা পর্ব ক্যামেরাবন্দি হওয়ার পর, ওই দ্বাদশ শ্রেণি সম্পন্ন কলেজে কোনও টুকলির ঘটনা ঘটেনি। এদিকে, মহারাষ্ট্রের এইচএসই পরীক্ষায় সদ্য ইংরেজি পেপারে একটি প্রিন্টিংয়ের ভুল ধরা পড়ার ঘটনা ঘটেছে। তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। পরে বোর্ড জানিয়েছে, এই পরীক্ষার প্রশ্নের ৬ নম্বর, সকল পরীক্ষার্থীরা পেতে চলেছেন। উল্লেখ্য, প্রিন্টিংয়ের সমস্যার জেরে প্রশ্নপত্রে তিনটি প্রশ্ন ছাপাই হয়নি। তার জেরেই মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি এডুকেশন দুই বোর্ড মিলিয়ে এই ৬ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ( মহিলা চিকিৎসককে ছুরির কোপে খুন! অভিযুক্ত বয়ফ্রেন্ডের আত্মহত্যার চেষ্টা)
উল্লেখ্য, ২০২৩ সালে ২১ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষায় ইংরেজি পেপারের পরীক্ষা ছিল। সেই প্রশ্নপত্রেই A3, A4 ও, A5 এর প্রশ্ন বাদ যায় প্রশ্নপত্রে। প্রশ্নপত্রে এই প্রশ্নগুলি ছাপা নেই দেখে পরীক্ষার্থীরা চমকে যান। অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। তারপর বোর্ড জানায় ওই তিন প্রশ্নের মোট ৬ নম্বর পড়ুয়াদের দিয়ে দেওয়া হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup