ঘৃণাভাষণ নিয়ে এবার তাৎপর্যপূর্ণ নির্দেশ দেশের শীর্ষ আদালতের।শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, দিল্লি, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড পুলিশকে হেট স্পিচের বিরুদ্ধে স্বতপ্রণোদিত পদক্ষেপ নিতে হবে। তারা কোন ধর্মের সেটা দেখার দরকার নেই।বিচারপতি কেএম যোশেফ ও বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ সংখ্য়ালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে একাধিক ঘৃণাসূচক মন্তব্য নিয়ে কার্যত উষ্মা প্রকাশ করেন। আদালতের নির্দেশ, অভিযুক্তদের ধর্ম দেখার দরকার নেই। এনিয়ে নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে যাতে দেশের ধর্মনিরপেক্ষতার বিষয়টি রক্ষিত হয়।আদালতের তরফে জোর দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে পুলিশকে স্বতপ্রণোদিত পদক্ষেপ নিতে হবে। অভিযোগের জন্য অপেক্ষা না করেই পদক্ষেপ নিতে হবে।আদালতের নির্দেশে উল্লেখ করা হয়েছে, ওই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কী নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে জবাব দিতে হবে।বিচারপতি যোশেফ জানিয়েছেন, আমরা কোথায় যাচ্ছি? এটা বেদনার। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, এটা ২১ শতক। ভগবানকে কোথায় নামাচ্ছি?বিচারপতি রায় জানিয়েছেন, ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রে এই ধরনের বক্তব্য অত্যন্ত শকিং। মুসলিম সম্প্রদায়ের উপর নানাভাবে অত্যাচার নেমে আসছে এই অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছিলেন শাহিন আবদুল্লাহ।সেই আবেদনে জানানো হয়েছিল মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে শাসকদল ঘৃণাসূচক মন্তব্য করছে। শারীরিকভাবেও হিংসার আশ্রয় নিচ্ছে শাসকদল। এমনটাই আবেদনে উল্লেখ করা হয়েছিল।ওই আবেদনে উল্লেখ করা হয়েছিল, ২০২১ সালের ১৭ ও ১৯ ডিসেম্বরের মধ্যে অন্তত ৯জন নেতা দিল্লি ও হরিদ্বার এলাকায় মুসলিমদের গণহারে হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল।