বাংলা নিউজ > ঘরে বাইরে > National Rozgar Mela: সরকার ট্রেডিশনালের সঙ্গে নতুন ক্ষেত্রে কর্মসংস্থান জোরদার করছে: প্রধানমন্ত্রী
পরবর্তী খবর
National Rozgar Mela: সরকার ট্রেডিশনালের সঙ্গে নতুন ক্ষেত্রে কর্মসংস্থান জোরদার করছে: প্রধানমন্ত্রী
1 মিনিটে পড়ুন Updated: 28 Oct 2023, 08:39 PM ISTChiranjib Paul
দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই রোজগার মেলায় নিয়োগ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন,'আমরা শুধু নিয়োগ করছি না। এই নিয়োগের ক্ষেত্রে লক্ষ্য একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা।'
রোজগার মেলায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী (PTI Photo)
কেন্দ্র শুধু ট্রেডিশনাল সংস্থাগুলিতে নয় বরং পুনর্নবীকরণ শক্তি, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা এবং অটোমেশনের মতো নতুন নতুন সরকারি সেকটরে নিয়োগ করেছে। শনিবার ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমে জাতীয় রোজগার মেলায় বক্তব্য রাখার সময় এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিভিন্ন সরকারি সংস্থা এবং দফতরে ৫১ হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই রোজগার মেলায় নিয়োগ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন,'আমরা শুধু নিয়োগ করছি না। এই নিয়োগের ক্ষেত্রে লক্ষ্য একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা।'
এ দিন বক্তব্যে তিনি ড্রোন ব্যবহারের উপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, 'ড্রোনের ব্যবহার ফসল উৎপাদনের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ফসলের উপর নজরদারি এবং সার প্রয়োগের ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা যেতে পারেন।' তিনি জানান, ল্যান্ড ম্যাপিংয়ের জন্য ড্রোনের ব্যবহার করা হচ্ছে। এদিন তিনি আরও উল্লেখ করে বলেন, হিমাচল প্রদেশের লাহৌল স্পিতি অঞ্চলে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এর ফলে ২ ঘণ্টার দূরত্বে মাত্র ২০-৩০ মিনিটেরও কম সময়ে ওষুধ পৌঁছে দেওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের গতি প্রতিটি সেকটরে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করছে।