গত পরশু মধ্যরাতে পাকিস্তানের বুকে জঙ্গি শিবিরগুলিতে ‘নিয়ন্ত্রিত’ হামলা চালায় ভারতীয় সেনা। একের পর এক পাকিস্তানি জঙ্গি শিবির গুঁড়িয়ে যায়। তার খানিক বাদেই পাকিস্তান দাবি করে, তাদের দেশের নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে। বহু মিডিয়া রিপোর্ট দাবি করে, সেদেশে ভারতের ‘অপারেশন সিঁদুর’এ নিহত জঙ্গির অন্ত্যেষ্টীতে হাজির হয়েছিলেন পাকিস্তানের বহু সেনা সদস্য। ঘটনা নিয়ে বৃহস্পতিবার দিল্লির বুকে ফের একবার সন্ত্রাস ইস্যুতে ইসলামাবাদের মুখোশ খুলে ছেড়ে দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।
উল্লেখ্য, ভারতের তরফে জানানো হয়েছে, বুধবার রাতে, পাকিস্তান সীমান্ত থেকে ভারতের ১৫ টি ভৌগলিক স্থানে হামলার চেষ্টা হয়েছে। ভারতের দাবি, দেশের ১৫ সেনাস্থলে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। দিল্লি সাফ জানিয়েছে, পাকিস্তানের চেষ্টা নিমেষে ব্যর্থ করেছে ভারত। শুধু তাই নয়। পাকিস্তানের ভিতরে একাধিক জায়গায় সেদেশের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ বা আকাশপথে প্রতিরক্ষাকে ধ্বংস করে দিয়েছে ভারত। আর তা করা হয়েছে ড্রোনের মাধ্যমে। এদিন দিল্লিতে এক প্রেস ব্রিফে একথা জানান ভারতীয় সেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং ও কর্নেল সোফিয়া কুরেশি। তাঁরা সেনার পদক্ষেপ নিয়ে সকলকে ভারতের অবস্থান অবহিত করেন। এরপর বক্তব্য রাখেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।