দিনে দুপুরে মহিলার মাথায় বন্দুক ঠেকিয়া দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে গেল গাজিয়াবাদে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে গাজিয়াবাদের লোনি এলাকায়। ঘটনা ঘিরে সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিয়ো তুলে ধরেছে, যেখানে গোটা ঘটনার হাড়হিম করা ছবি ধরা পড়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে অভিযুক্ত ছুটে যাচ্ছেন মহিলার দিকে। আর মহিলা ততক্ষণে ভয়ে পিছিয়ে যেতে থাকেন। ততক্ষণে দেখা যাচ্ছে অভিযুক্তের হাতে রয়েছে একটি বন্দুক। বোঝা যাচ্ছে, মহিলাকে তাঁর গলার সোনার চেইন খুলে দিতে বলছে ওই বন্দুকধারী।
ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে যে, মহিলার দিকে বন্দুক তাক করে অভিযুক্ত তাঁর থেকে গলার চেইন ও পাশে দাঁড়ানো যুবকের মোবাইল দিয়ে দিতে বলছে। গোটা ঘটনা নিয়ে গাজিয়াবাদে চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে, লোনি এলাকার ডিএসপি রজনীশ উপাধ্যায় জানিয়েছেন তাঁরা গোটা বিষয়টি নিয়ে তদন্তে এগোচ্ছেন।
অভিযুক্ত ব্যক্তি এখনও পর্যন্ত ধরা না পড়লেও গোটা ঘটনার তদন্তে একটি বিশেষ টিম তৈরি করেছে পুলিশ। পুলিশ জানাচ্ছে অভিযুক্তকে এখনও পর্যন্ত চিহ্নিত করা বাকি রয়েছে।
ঘটনা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে তারা শীঘ্রই এই অভিযুক্তকে গ্রেফতার করতে তৎপরতা নেবে। এর আগেও সাম্প্রতিক সময়ে গাজিয়াবাদে এমন ঘটনা ঘটে গিয়েছে।
প্রসঙ্গত, এই প্রথম গাজিয়াবাদে এমন ঘটনা ঘটেনি। কিছুদিন আগে হাইওয়েতে রাস্তা ব্লক করে এক ব্যক্তি নাচছিলেন বলে, তাঁকে মাঝ রাস্তা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সেই সময় ব্যক্তির গাড়ি ছিনিয়ে নেয়। তখনই তার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। গাজিয়াবাদের কৌশাম্বি পুলিশ স্টেশনে এই মামলা দায়ের হয়। জানা গিয়েছে সেই দিন জন্মদিন পালনের জন্য ওই কীর্তি ঘটিয়েছেন ওই ব্যক্তিরা।