Adani Power in Bangladesh: ঝাড়খণ্ডে ১,৬০০ মেগাওয়াটের গোড্ডা বিদ্যুত্ প্রকল্প চালু করতে চলেছে আদানি গোষ্ঠী। সেখান থেকেই হবে সরবরাহ। সোমবার দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি।
কাঁটাতারে ভিন্ন হলেও যুক্ত বিদ্যুতের তারে। ছবি সূত্র: টুইটার
বাংলাদেশেও বিদ্যুত্ বিক্রি করবে আদানি গোষ্ঠী। আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবস নাগাদ কার্যকর হবে ট্রান্সমিশন লাইন। ঝাড়খণ্ডে ১,৬০০ মেগাওয়াটের গোড্ডা বিদ্যুত্ প্রকল্প চালু করতে চলেছে আদানি গোষ্ঠী। সেখান থেকেই হবে সরবরাহ। সোমবার দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি। এ বিষয়ে নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইটও করেন তিনি।