হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে বলেন, বিচার ক্ষেত্রে কৃতিত্বের জন্য রঞ্জন গগৈকে সর্বোচ্চ অসামরিক পুরস্কারে সম্মানিত করা হবে। উল্লেখ্য, গগৈ ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করেছিলেন।
রঞ্জন গগৈ
সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে সর্বোচ্চ অসামরিক পুরস্কার দিতে চলেছে অসম সরকার। এই পুরস্কারের নাম হল ‘অসম বৈভব’। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, রাম মন্দির নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলেছিল। সেই বিরোধের নিষ্পত্তি হয়েছিল প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগে প্রাক্তন প্রধান বিচারপতির জন্য এই পুরস্কার ঘোষণা করা স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে বলেন, বিচার ক্ষেত্রে কৃতিত্বের জন্য রঞ্জন গগৈকে সর্বোচ্চ অসামরিক পুরস্কারে সম্মানিত করা হবে। উল্লেখ্য, গগৈ ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করেছিলেন। আগামী ১০ ফেব্রুয়ারি অসমের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া শহরে একটি অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করবেন। সেখানে উপস্থিত থাকবেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রসঙ্গত, অসমের বাসিন্দা হিসেবে শুধু মাত্র রঞ্জন গগৈ ভারতের প্রধান বিচারপতি হয়েছেন। অল্প সময়ের মধ্যে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরে দীর্ঘ বিচারাধীন মামলার রায় দিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার কিছু কৃতিত্ব একজন অসমীয়র (রঞ্জন গগৈ) রয়েছে।
অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘পাঁচ বিচারপতির বেঞ্চ অযোধ্যা রায় ঘোষণা করেছিল। তার নেতৃত্বে ছিলেন একজন অসমীয়। যদিও এটি সুপ্রিম কোর্টের একটি রায় ছিল আমরা খুব গর্ব বোধ করি যে বেঞ্চটির নেতৃত্বে ছিলেন একজন অসমীয়। অসমের জনগণের কাছে রঞ্জন গগৈ আগামী প্রজন্মের জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব হয়ে থাকবেন। তিনি আগামী সমস্ত প্রজন্মকে অনুপ্রাণিত করবেন।’