আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে ফ্লিপকার্টের 'বিগ বিলিয়ন ডে'স'-এর (Big Billion Days) সেল। তা চলবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত। তাতে মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, দৈনন্দিন সামগ্রী-সহ বিভিন্ন জিনিসে ছাড় মিলছে। একনজরে দেখে নিন কয়েকটি সেরা অফার -
১) অ্যাপল আইফোন
আইফোনের পুরনো সংস্করণে বড়সড় ছাড় মিলেছে। আইফোন এসই ২০২০ () শুরু হচ্ছে ২৫,৯৯৯ টাকা থেকে। ৩৯ শতাংশ ছাড় দিয়ে সেই দামে মিলছে। ছাড়ের সৌজন্যে আইফোন ১১ প্রো'র () দাম নেমে এসেছে ৭৯,৯৯৯ টাকায়। আইফোন জেডআর ) মিলছে ৩৭,৯৯৯ টাকায়।
২) স্যামসাং
স্যামসাঙের দুটি ফ্ল্যাগশিপ ফোনে ৩৩,০০০ টাকার ছাড় মিলছে। স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাস () বিকোচ্ছে ৫৪,৯৯৯ টাকায়। গ্যালাক্সি এস ২০ প্লাসের () দাম ৪৯,৯৯৯ টাকায।
৩) এলজি জিএইটএক্স (LG G8X)
এলজি জিএইটএক্স ডুয়াল স্ক্রিন () ফোনে ৭১ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। তার জেরে দাম কমে দাঁড়িয়েছে ১৯,৯৯০ টাকা।
৪) ক্যামেরা
ক্যানন ও নিকনের বিভিন্ন ক্যামেরায় বড়সড় ছাড় মিলছে। ২৯ শতাংশ ছাড় দিয়ে নিকনের ডি৫৬০০ ডিএসএলআরের () দাম পড়ছে ৪৬,৯৯৯ টাকা। ক্যাননের ইওএস ৩০০০ডি ডিএসএলআরে () ৩৫ শতাংশ ছাড় মিলছে। তার ফলে দাম পড়ছে ১৮,৯৯৯ টাকা। সোনির আলফা ফুল ফ্রমে আইএসসিই-৭এম২কে/বিকিউ আইএন৫ মিররলেস ক্যামেরায় () ৪৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। বিগ বিলিয়ন ডে'তে সেটির দাম পড়ছে ৬৯,৯৯৯ টাকা।
৫) Honor-এর ল্যাপটপ, স্মার্টওয়াচ ও স্মার্টফোন
-এ ৭,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। তার জেরে নতুন দাম পড়ছে ৪২,৫০০ টাকা। ১,৫০০ টাকা ছাড়ের পর -এর দাম পড়ছে ৬,৪৯৯ টাকা। -এর দাম পড়বে ১৬,৯৯৯ টাকা। -এর দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে। তাতে ৩৩ শতাংশ ছাড় মিলছে।
৬) ল্যাপটপ
৩১ শতাংশ ছাড় দিয়ে ল্যাপটপের দাম পড়ছে ২৫,৯৯০ টাকা। ল্যাপটপে ৩৭ শতাংশ ছাড় দিয়ে দাম পড়ছে ৪৯,৯৯০ টাকা।
৬) মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস
২০,০০০ টাকার নীচে স্মার্টফোনের জন্য মোটোরোলা ওয়ান ফিউশন প্লাসে () ২০ শতাংশ ছাড় মিলছে। নয়া দাম পড়ছে ১৫,৯৯৯ টাকা।