গত ২২ জুলাই অন্যান্য দিনের মতোই যমুনা নদীতে মাছ ধরছিলেন নাসিরপুর গ্রামের মৎস্যজীবীরা। সেই সময় তাঁদের জালে ধরা পড়েছিল এই ডলফিন। রবীন্দ্র কুমারের দেওয়া তথ্যের ভিত্তিতে, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বেআইনিভাবে ডলফিন শিকারের অভিযোগ। ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ধরা পড়েছিল আস্ত একটি ডলফিন। সাধারণত বন্য সুরক্ষা আইনে ডলফিনকে সংরক্ষিত প্রাণী হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। তা সত্ত্বেও সেই ডলফিন ছেড়ে না দিয়ে রান্না করে খেলেন মৎস্যজীবীরা। কাঁধে করে মৎস্যজীবীদের ডলফিন নিয়ে যাওয়ার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরেই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। ঘটনাটি উত্তর প্রদেশের কৌশাম্বি এলাকায় ঘটেছে। এই ঘটনায় চার মৎস্যজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বনবিভাগ। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ছায়াল ফরেস্ট রেঞ্জের ফরেস্ট রেঞ্জার রবীন্দ্র কুমার সোমবার মৎস্যজীবীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই ডলফিনের ওজন ছিল প্রায় এক কুইন্টাল। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে উত্তরপ্রদেশের যমুনার জলস্তর বেড়েছে। ফলে ভাসতে ভাসতে ওই ডলফিন চলে আসে বলে অনুমান বন বিভাগের। গত ২২ জুলাই অন্যান্য দিনের মতোই যমুনা নদীতে মাছ ধরছিলেন নাসিরপুর গ্রামের মৎস্যজীবীরা। সেই সময় তাঁদের জালে ধরা পড়েছিল এই ডলফিন। রবীন্দ্র কুমারের দেওয়া তথ্যের ভিত্তিতে, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বন বিভাগের ওই আধিকারিক জানিয়েছেন, ডলফিনটিকে জাল থেকে তোলার পর মৎস্যজীবীরা কাঁধে করে সোজা বাড়ি নিয়ে গিয়ে সেটি রান্না করে খেয়ে ফেলে। রবীন্দ্র কুমার অভিযোগে আরও উল্লেখ করেছেন, জেলেরা ডলফিনটিকে নিয়ে যাওয়ার সময় কিছু পথচারী ঘটনাটি রেকর্ড করে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তা দেখেই বিষয়টি জানতে পারে বন বিভাগ।