Pakistan in Economic Crisis: ভারতের মতো নোট বাতিল সাহায্য করতে পারে অর্থসংকটে থাকা পাকিস্তানকে! বলছেন অর্থনীতিবিদ Updated: 29 Apr 2023, 07:21 PM IST Sritama Mitra ওই অর্থনীতিবিদের দাবি, ৫০০০ পাকিস্তানি রুপির নোট বাতিল করা উচিত পাকিস্তানের। আম্মার খান নামে ওই অর্থনীতিবিদ জানিয়েছেন, ভারতে নোটবাতিলের ঘটনার পর থেকে সেদেশে কর থেকে আমদানি ভালো হচ্ছে। কর সংগ্রহও বেড়েছে।