ভারতীয় পণ্যের ওপর ট্রাম্প সরকারের মোট ৫০ শতাংশ শুল্কের কোপ এখনও জারি। তারই মাঝে ভারত ও আমেরিকার মধ্যে চলছে বাণিজ্য আলোচনা। এদিকে, রাষ্ট্রসংঘের সভায় যোগ দিতে আজই মার্কিন মুলুকে পা রেখেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর। আমেরিকা পৌঁছেই তিনি সেদেশের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। শুল্ক নিয়ে তাপ-উত্তাপের মাঝে লাখ টাকার প্রশ্ন হল, কেমন হয়েছে সেই বৈঠক? তা নিয়ে এসেছে এস জয়শংকরের এক সোশ্যাল মিডিয়া পোস্ট। অন্যদিকে, ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর পরই কেন দিল্লি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জাহির করেনি, তার কারণ জানিয়ে রাখলেন রাজনাথ সিং।
রুবিও সাক্ষাতে জয়শংকর:-
নিউ ইয়র্কে আয়োজিত হতে চলেছে রাষ্ট্রসংঘের ৮০ তম সাধারণ সভা। সেখানে যোগ দিতে এদিন আমেরিকায় পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। এদিকে, সোমবারই জয়শংকর ও রুবিও সাক্ষাৎ হয়। বৈঠকের পর জয়শংকর জানিয়েছে, দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক যাবতীয় উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলিতে অগ্রগতির জন্য মজবুত সম্পৃক্ততার গুরুত্বের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। জয়শংকর তাঁর এক পোস্টে লেখেন,'আজ সকালে নিউ ইয়র্কে সেক্রেটারি রুবিও -এর সাথে দেখা করে ভালো লাগলো। আমাদের কথোপকথনে দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বর্তমান উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলিতে অগ্রগতির জন্য টেকসই সম্পৃক্ততার গুরুত্বের বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা যোগাযোগ রাখব।' উল্লেখ্য, ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর এই প্রথম জয়শংকর ও রুবিওর সাক্ষাৎ হয়।
৫০ শতাংশ শুল্ক নিয়ে মুখ খুললেন রাজনাথ:-
কিছুদিন আগেই পারস্পরিক শুল্ক হিসাবে ভারতের ওপর আমেরিকা প্রাথমিকভাবে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল। যেখানে পাকিস্তানের ওপর শুল্কের পরিমাণ ১৯ শতাংশ। এদিকে, এরপর যুদ্ধরত রাশিয়ার থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গ তুলে দিল্লির ওপর আরও ২৫ শতাংশ বাড়তি শুল্ক চাপায় আমেরিকা। তবে তখনই সঙ্গে সঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি দিল্লিকে। কেন? তার কারণ জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ বলেন,' আমরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাইনি। যারা উদার মনের এবং উদার হৃদয়ের তারা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায় না।'