একদিকে ইরানের শীর্ষ নেতা খামেনির ঘনিষ্ঠের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎ নিয়ে যখন আন্তর্জাতিক কূটনীতিতে তুঙ্গে শোরগোল, তখনই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিাহুকে নিয়ে এল বড় আপডেট। জানা গিয়েছে, ইজরায়লের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন।
রবিবার তাঁর অফিস থেকে জানানো হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন এবং বাড়িতে বিশ্রাম নেওয়ার পাশাপাশি কাজ চালিয়ে যাবেন।
৭৫ বছর বয়সী এই নেতা রাতারাতি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর অন্ত্রের প্রদাহ এবং জল শূন্যতা ধরা পড়ে। সরকারী বিবৃতি অনুসারে, তিনি বর্তমানে শিরার মাধ্যমে তরল গ্রহণ করছেন। তাঁর অফিস আরও জানিয়েছে ‘তাঁর ডাক্তারদের নির্দেশ অনুসারে, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।’ নেতানিয়াহুর একাধিক শারীরিক সমস্যার কথা উঠে আসে। তাঁর পেসমেকার বসানোর কথ জানা যায়। এছাড়াও মূত্রনালীর সংক্রমণের ফলে তাঁর গত ডিসেম্বর মাসে একি সার্জারি হয়।
( Mangal Entry in Kanya: ২৮ জুলাই থেকে টেনশনের দিক শেষ এই ৩ রাশির! মঙ্গলের কৃপায় কী কী প্রাপ্তি যোগ?)