কিছুদিন আগেই ভারতের সংসদে 'অপারেশন সিঁদুর' নিয়ে ডিবেটে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেন। তাঁর সেই ভাষণের একাংশে মোদী সাফ জানিয়েছেন,' বিশ্বের কোনও নেতাই অপারেশন সিঁদুর বন্ধ করতে বলেননি।' মোদীর এই বক্তব্যের পরই মার্কিন মুলুক থেকে ভারতের ওপর ২৫ শতাংশের শুক্ল আরোপ করা হয়। আর এবার ফের একবার ভারত-পাকিস্তান যুদ্ধ ঘিরে নিজের চেনা দাবিতে অনড় রইলেন ট্রাম্প। তাঁর ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি দাবি করেছেন, বিশ্বের ৫ যুদ্ধ তিনিই থামিয়েছেন। প্রসঙ্গত, পাকিস্তান থেকে শুরু করে বিশ্বের একাধিক মহল থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করা হয়েছে।
রবিবার, এক রেডিও সঞ্চালকের তুমুল সমালোচনা করে তাঁর ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ওই রেডিও সঞ্চালক ‘কিছুই জানেন না’ ট্রাম্পের প্রাপ্তিগুলো নিয়ে। এই ‘প্রাপ্তি’র কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি ৩১ বছর পুরনো কংগো ও রাওয়ান্ডার যুদ্ধ থামিয়েছেন, যেখানে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ওই রেডিও সঞ্চালকের তুমুল সমালোচনা করে ট্রাম্প বলেন,'তিনি জানেন না যে, ভারত ও পাকিস্তান, অথবা ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করা, অথবা ভয়াবহ উন্মুক্ত সীমান্ত বন্ধ করা, অথবা সর্বশ্রেষ্ঠ অর্থনীতি তৈরি করা'র বিষয়গুলি। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত নিয়ে ফের একবার চেনা ধাঁচে বক্তব্য রেখে ‘নিউজম্যাক্সের’ এক সাক্ষাৎকারে সদ্য ট্রাম্প তাঁর বক্তব্যে দাবি করেন,' গত কিছু সময় ধরে কী ঘটেছে তা একবার দেখে নিন। আমরা অনেক, অনেক সুন্দর যুদ্ধের নিষ্পত্তি করেছি... ভারত, পাকিস্তান, পারমাণবিক যুদ্ধ।' তিনি ফের পুরনো দাবি ধরে রেখেই ভারত-পাকিস্তান সদ্য সংঘাত ঘিরে বলেন,'আমি এটা মিটিয়ে ফেলেছি। আর আমি বাণিজ্যের মাধ্যমে মিটিয়ে ফেলেছি। আমি তাদের এমন অনেক বিষয়ই বাণিজ্যের মাধ্যমে মিটিয়ে ফেলেছি। আমি বললাম, ‘শুনুন, আপনারা সবাই লড়াই করবেন। যত ইচ্ছা লড়াই করতে পারেন। মানে, শুধু যতই মন দিয়ে লড়াই করুন না কেন…. কিন্তু আমরা কোনও বাণিজ্য চুক্তি করছি না।'
ট্রাম্প ঘনিষ্ঠের টার্গেটে ভারত!
এদিকে, এরই মাঝে খবরে ট্রাম্পের ঘনিষ্ঠ স্টিফেন মিলার। তিনি সদ্য এক নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,' তিনি (ট্রাম্প) খুব স্পষ্টভাবে যা বলেছেন তা হল, রাশিয়ার কাছ থেকে তেল কিনে এই যুদ্ধে অর্থায়ন চালিয়ে যাওয়া ভারতের পক্ষে গ্রহণযোগ্য নয়।'মিলার আরও বলেন যে, 'মানুষ জেনে অবাক হবে যে ভারত মূলত রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে চিনের সাথে যুক্ত। এটি একটি আশ্চর্যজনক তথ্য।'
উল্লেখ্য, পহেলগাঁওতে ঘৃণ্য সন্ত্রাস হানার পরই পাকিস্তানের পর পর সন্ত্রাসী শিবির গুঁড়িয়ে চলে ভারতের ‘অপারেশন সিঁদুর।’ মে মাসে এই অপারেশনের পর ১০ মে আসে দুই দেশের মধ্যে সংঘাত বিরতি। সেই ১০ মে থেকে ট্রাম্প দাবি করছেন, এই সংঘাত তিনি থামিয়েছেন।