Delhi Mayor on MCD Brawl: 'নিজের জীবন বাঁচাতে দৌড়ালাম…', পুরসভায় মারামারির ঘটনায় বিস্ফোরক দিল্লির মেয়র
1 মিনিটে পড়ুন Updated: 25 Feb 2023, 01:28 PM ISTদিল্লির মেয়রের অভিযোগ, তাঁর সহকর্মী আশু ঠাকুরকেও এক বিজেপি কাউন্সিলর আক্রমণ করে। গলায় থাকা স্কার্ফ পেঁচিয়ে তাঁকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীকালে দিল্লির কমলা মার্কেট পুলিশ থানায় বিজেপি কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আম আদমি পার্টি নেতৃত্ব।
দিল্লির মেয়রকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড