দিল্লিতে যমুনা নদীর জল এমনিতেই দুষিত ও বিষাক্ত। আর সেই নদীতেই স্নান করেছিলেন দিল্লি বিজেপির সভাপতি। কার্যত একেবারে ডুব দিয়ে স্নান করেছিলেন তিনি। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা যমুনা নদীর অত্যন্ত দূষিত বিষাক্ত জলে ডুব দেওয়ার কয়েকদিন পরে শ্বাসকষ্ট এবং ত্বকের জ্বালার কথা জানিয়েছেন। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলা হয়েছে, ত্বকে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি নেতাকে।
২০২৫ সালের মধ্যে যমুনা পরিষ্কার করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার জন্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। তাকে আরএমএল হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করেছিলেন। তাঁকে তিন দিনের জন্য ওষুধ লিখে দেওয়া হয়েছে। কার্যত স্নান করার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
বীরেন্দ্র সচদেবার এই দাবির পর বর্ষীয়ান আপ নেতা তথা পরিবেশমন্ত্রী গোপাল রাই বিরোধীদের পাল্টা আক্রমণ করে বলেন, বিজেপি 'নাটক' করছে এবং দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের বিষয়টিকে আরও তীব্র করে তুলছে। সূত্রের খবর, দিল্লি সরকারের 'দুর্নীতির' প্রতিবাদে বৃহস্পতিবার আইটিও-র কাছে একটি ঘাটে যমুনা নদীতে স্নান করেছিলেন সচদেব।