সৌম্য পিল্লাইএইমস হাসপাতালেও সাইবার হানা? বুধবার সকাল থেকে তেমন সম্ভাবনাই ক্রমশ সামনে আসতে থাকে। এদিন দিল্লির এইমসে সকাল থেকে ওপিডিতে রোগীর রেজিস্ট্রেশন করা যাচ্ছিল না। স্যাম্পেলও প্রসেসিং করা যাচ্ছিল না। সার্ভার ডাউন হয়ে যায়। এর জেরে সমস্য়ায় পড়েন হাসপাতালের কর্মী থেকে রোগী ও তাঁদের পরিজনরা।এর ফলে খাতায় কলমে রেজিস্ট্রেশন শুরু হয়। তার জেরে অনেক দেরি হয়ে যায়। যাদের ইউনিক হেলথ আইডি নিয়েই তাদের আরও সমস্যা হয়।এদিকে এইমসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, নিউ দিল্লি এইমস ন্যাশানাল ইনফরমাটিক্স সেন্টার ই হাসপাতালের সার্ভারটি ব্যবহার করে। সেটা ডাউন হয়ে যায়। এর জেরে স্মার্ট ল্যাবের রিপোর্ট বের করা, রেজিস্ট্রেশন, রিপোর্ট দেওয়া , বিল করা সবেতেই সমস্যা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে. এটা ransomware অ্য়াটাক হতে পারে। এনিয়ে আইনগত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।এদিকে এইমসের গোটা বিষয়টি বর্তমানে ডিজিটাল নির্ভর।এদিনের পরিস্থিতির জেরে অনেকেই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে জানান তারা সমস্যা পড়েছেন। মেধাবী গুপ্তা নামে একজন টুইট করে বলেন, সকাল থেকে অ্য়াপয়েন্টমেন্ট বুক করার চেষ্টা করছি। কিন্তু পারছি না।