করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের XBB.1.5 রূপটি কয়েক মাসের মধ্যেই ইউরোপে প্রভাবশালী স্ট্রেন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। করোনার এই রূপটি ক্রমেই ছড়িয়ে পড়ছে আমেরিকায়। বর্তমানে আমেরিকার ৪৩ শতাংশ সংক্রমিতের শরীরেই রয়েছে XBB.1.5 স্ট্রেন। এই আবহে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল আশঙ্কা প্রকাশ করেছে, আগামী এক বা দুই মাসে ইউরোপেও XBB.1.5 স্ট্রেনের প্রভাব বিস্তার লক্ষ্য করা যেতে পারে। (আরও পড়ুন: 'আমরা যেন সবাই মরে যাই', টেক-অফের আগে যাত্রীদের পাঠানো হল 'প্লেন ক্র্যাশ'-এর ছবি)
প্রসঙ্গত, করোনার XBB.1.5 সাবভেরিয়েন্টটি এখনও পর্যন্ত করোনার সবথেকে বেশি সংক্রামক স্ট্রেন হিসেবে প্রমাণিত হয়েছে। ২০১৯ সালের শেষ লগ্নে শুরু হওয়া করোনা অতিমারির ভয় যখন গোটা বিশ্ব কাটিয়ে উঠেছে, তখনই এই নয়া সাবভেরিয়েন্টটি মাথাচাড়া দিয়ে উঠেছে। বিগত তিনবছর ধরে আম জনতারে ত্রস্ত করা করোনার এই নয়া রূপ নিয়ে তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও ইউরোপিয়ান স্বাস্থ্য সংস্থার আধিকারিকরা আশ্বস্ত করে জানিয়েছেন, XBB.1.5 সাবভেরিয়েন্টটি অতি সংক্রামক হলেও তা মারাত্মক হয়ে উঠবে না। করোনার আগের স্ট্রেনের তুলনায় এই স্ট্রেনে মৃত্যুর ঘটনা কম ঘটবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বৃদ্ধ এবং টিকা না নেওয়া ব্যক্তিদের ক্ষতি করতে পারে এই সাবভেরিয়েন্ট। টিকা প্রাপ্ত মানুষ এই সাবভেরিয়েন্টে আক্রান্ত হলেও খুব একটা অসুস্থ হবেন না বলেই প্রাথমিক ধারণা।
আরও পড়ুন: খুনের চেষ্টার মামলায় ১০ বছরের কারাদণ্ড, রাতারাতি খারিজ হল সাংসদের সদস্যপদ
তবে ইউরোপিয়ান এজেন্সির তরফে এও জানানো হয়েছে, XBB.1.5 সাবভেরিয়েন্টটি নিয়ে এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে বিজ্ঞানীদের। এই আবহে বাড়তি সতর্কতা অবলম্বের পক্ষে সওয়াল করা হয় এজেন্সির তরফে। তাদের বক্তব্য, যত সময় যাবে, তত XBB.1.5 সাবভেরিয়েন্টটি সম্পর্কে ধারণা আরও পরিষ্কার হবে। গত ডিসেম্বরে ইউরোপের কোভিড আক্রান্তদের মধ্যে মাত্র ২.৫ শতাংশের শরীরে মিলেছিল এই XBB.1.5 সাবভেরিয়েন্টটি। এখনও পর্যন্ত ৩৮টি দেশে XBB.1.5 সাবভেরিয়েন্টটির খোঁজ মিলেছে এখনও। বিজ্ঞানীরা জানিয়েছেন XBB.1.5 সাবভেরিয়েন্টটি অনেকটাই XBB.1 সাবভেরিয়েন্টের মতো। পাশাপাশি এই করোনা স্ট্রেনের মারাত্মক কোনও প্রভাবের কথা এখনও জানা যায়নি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক