বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress Rajya Sabha Candidate List: ৯ রাহুল ঘনিষ্ঠ, এক ‘জি-২৩’ নেতাকে রাজ্যসভার টিকিট কংগ্রেসের, দলে দেখা দিল 'চিড়'
পরবর্তী খবর
আগামী ১০ জুন রাজ্যসভার ৫৭টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য ১০টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় প্রকাশিত এই তালিকায় ৯ জন কংগ্রেস প্রার্থীই রাহুল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তথাকথিত জি-২৩ গোষ্ঠী থেকে মাত্র একজনকে টিকিট দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। (আরও পড়ুন: ১৫ রাজ্যের ৫৭ আসনে রাজ্যসভার নির্বাচন আগামী মাসে,কার ঝুলিতে কটা আসন? একনজরে অঙ্ক)