ভারতের ভুল মানচিত্র ঘিরে শিক্ষ সম্পর্কীয় অ্যাপ বাইজু ক্রমেই শিরোনাম কাড়তে থাকে। এই মানচিত্রের বিতর্ক ঘিরে বাইজুর নাম জড়িয়ে যাওয়ায় তারা নিজেদের অবস্থান স্পষ্ট করল। তারা এও জানিয়েছে যে, আগামীদিনে তারা উচ্চতর কর্তৃপক্ষকে এই ইস্যুতে আরও তদন্তের দাবি জানাবে।
যে মানচিত্রকে 'বাইজু'র বলে দাবি করা হয়, সেখানে কাশ্মীরের কিছু অংশকে পাক অধিকৃত কাশ্মীরের অংশে দেখানো হয়। এখানেই শেষ নয়, কাশ্মীরের কিছু অংশকে আকসাই চিনের অংশেও দেখানো হয়। এই মানচিত্র ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বাইজু অ্যাপের তরফে তাদের মুখপাত্র জানিয়েছেন, যে মানচিত্র ঘিরে এত বিতর্ক তা ভুয়ো ও তা সংস্থার কোনও জায়গা থেকে প্রকাশ করা হয়নি। বাইজুর তরফে বলা হয়, ‘আমাদের সমস্ত কনটেন্টই ওয়াটার মার্ক করা থাকে। আর যেভাবে আমাদের লোগোটি ব্যবহার করা হয়েছে, তাও ভুল। আমরা লোগোর নিচে আন্ডারলাইন করিনা। ’ বাইজুর তরফে জানানো হয়েছে যে, তারা কড়া ভাষায় এই মানচিত্রের বিরোধিতা ও নিন্দা করছে।
বাইজুর তরফে জানানো হয়েছে তাদের ভুল লোগো দিয়ে তাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়। যে মানচিত্রকে বাইজুর বলে দাবি করা হচ্ছে, তা তা পড়ুয়াদের নোটস ও পরীক্ষায় আসে বলে অভিযোগ ছিল। তারা জানিয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা এই বিষয়ে জানাবেন ও পরবর্তী ধাপে তদন্ত করার কথা জানাবেন। তবে বাইজুর এমন বক্তব্যের পর বহু নেটনাগরিকেরই প্রশ্ন যে সংস্থা কেন তাদের আসল স্টাডি মেটেরিয়াল দেখাচ্ছে না, যা ঘিরে এত বিতর্ক?