সামনেই ধনতেরাস। এই দিনে কেনাকাটা ঘিরে আলাদা উদযাপন হয়ে থাকে দেশের নানান প্রান্তে। আর ২০২৪ ধনতেরাসের আগে ব্লিনকিট নিয়ে এল নয়া অফার। এবার থেকে ইএমআই দিয়ে ব্লিনকিটে কিনতে পারেন নানান জিনিস। তবে রয়েছে একটা শর্ত। শুধুমাত্র ২,৯৯৯ টাকার ওপরে কেনাকাটা করলেই এই ইএমআইয়ের অফারটি প্রযোজ্য থাকবে। তবে তাতেও রয়েছে আরও এক শর্ত!
প্রতি মাসে টাকা শোধ করার সুযোগ দিয়ে ইএমআই দিয়ে এবার থেকে ব্লিনকিটে জিনিস কিনতে পারবেন। সদ্য ব্লিনকিটের প্রতিযোগী জেপ্টোর তরফে এমনই একটি অফার দেওয়া হয় গ্রাহকদের। সেখানে বলা হয়েছিল, ‘এখন কিনে নিয়ে, পরে পেমেন্ট করুন।’ তারপরই ধনতেরাসের আগে এই অফার আনে ব্লিনকিট। তবে ব্লিনকিট বলছে, ২,৯৯৯ টাকার উপর যদি কেনাকাটা করেন তাহলেই মিলবে ইএমআই দিয়ে টাকা শোধের সুযোগ, তবে সোনা বা রুপোর কেনাকাটায় ব্লিনকিটে এই অফার প্রযোজ্য নয়। ব্লিনকিটের সিইও অলবিন্দর ধিন্দসা বলেন,' আমরা ব্লিনকিটে ইএমআই এনেছি। ২,৯৯৯ টাকার উপর অর্ডারের ক্ষেত্রে এটি প্রযোজ্য় হবে (সোনা ও রুপোর জিনিস বাদে)। আমরা বিশ্বাস করি এটি ক্রয়ক্ষমতা উন্নত করবে এবং আমাদের গ্রাহকদের জন্য আরও ভাল আর্থিক পরিকল্পনা সক্ষম করবে।'
উল্লেখ্য, ব্লিনকিট এমন এক অ্যাপ যেখানে সবজি থেকে শুরু করে নানান অত্যাবশ্যকীয় সামগ্রী অর্ডার করলে, তা ঘরে বসে পেয়ে যাওয়া যায়। ব্লিনকিট দাবি করে তারা ১৫ মিনিটের মধ্যেই তা আপনার দোরগোড়ায় পৌঁছে দেবে। এদিকে, ব্লিনকিটে ইএমআই অপশন এসে যাওয়ায় ইলেকট্রনিক, হোমওয়্যার, গ্রসারিজেের কেনাকাটায় বেশ কিছুটা সুবিধা পাওয়া যাবে। এই ধরণের অফার উৎসবের মরশুমে বেশ নজর কাড়া! ব্লিনকিটের সঙ্গে সংযোগ রয়েছে HDFC, SBI, ICICI,AXIS, RBL, KOtak Mahindraর মতো ব্যাঙ্কের। ফলে বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের ক্ষেত্রে ব্লিনকিটের এ অফার লুফে নেওয়ার ক্ষেত্রে সুবিধা রয়েছে।