
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রোহিত শর্মাকে ‘মোটা’ বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। এই আবহে এবার কংগ্রেস নেত্রীকে পালটা আক্রমণ শানালেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। এই নিয়ে রাহুল গান্ধীর উদাহরণ টানেন শেহজাদ। রবিবার নিউজিল্যান্ডের ম্যাচে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেত্রী। পালটা জবাবে শেহজাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'যাঁরা রাহুল গান্ধীর অধিনায়কত্বে ৯০টি নির্বাচনে হেরেছেন, তাঁরা রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন!' এরপর শেহজাদ বলেন, 'আমার মনে হয় দিল্লিতে ৬টি 'শূন্য' এবং ৯০টি নির্বাচনে হার প্রশংসনীয় তবে টি২০ বিশ্বকাপ জেতা প্রশংসনীয় নয়। এমনিতেই রোহিত শর্মার অধিনায়কত্বের রেকর্ড দুর্দান্ত।' (আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, ডিএ নিয়ে 'ধরা পড়ল' প্যাটার্ন)
আরও পড়ুন: বাংলাদেশে এবার কোটা বিরোধীরাই কোটার সুবিধা ভোগ করবেন!
এদিকে শেহজাদ আরও বলেন, যে দলের নেতা রাহুল গান্ধী, যিনি 'ভালোবাসার দোকান' খোলার কথা বলেন, সেই দল আসলে 'ঘৃণার ভাইজান'। শেহজাদের কথায়, 'এর আগে কংগ্রেস ভারতের প্রতিষ্ঠান, সেনার বিরুদ্ধে কথা বলত। আর এখন তারা ভারতীয় ক্রিকেট দলের বিরোধিতা করতে শুরু করেছে।' এদিকে বিজেপি নেত্রী রাধিকা খেরাও সমালোচনা করেছেন শামার। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'এই কংগ্রেসই বিগত বহু দশক ধরে ভারতের ক্রীড়াবিদদের অপমান করেছে। তাঁদের স্বীকৃতি দেয়নি। এবং এখন তারা ভারতীয় ক্রিকেটের এক কিংবদন্তিকে অপমান করছে? যাঁরা পরিবন্ত্রে বিশ্বাসী, তাঁরা এক খেটে চ্যাম্পিয়ন হওয়া ব্যক্তিকে নিয়ে মন্তব্য করছে?' (আরও পড়ুন: বাংলাদেশি হিন্দুদের ওপর হামলায় 'ধর্মনিরেপক্ষ' ইউনুসের ঘাড়ে দায় চাপালেন অমর্ত্য)
আরও পড়ুন: ব্যাগ থেকে পাওয়া কংগ্রেস কর্মী হিমানী খুনে ধৃত ১, উদ্ধার হারিয়ে যাওয়া মোবাইল
কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ বলেছিলেন, 'একজন খেলোয়াড়ের হওয়ার পক্ষে রোহিত শর্মা অনেক বেশি মোটা। আর অবশ্যই উনি ভারতের ইতিহাসে সবথেকে বাজে অধিনায়ক।' শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।
আরও পড়ুন: 'বন্ধু' ইউনুসকে বড় বার্তা, বাংলাদেশ নিয়ে 'উদ্বিগ্ন' অমর্ত্য সেন বললেন...
উল্লেখ্য, নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে। এদিকে ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এর আগে একটি টি২০ বিশ্বকাপ জিতেছেন, একটি টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছিলেন ভারতকে। এদিকে ৫০ ওভারের বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ভারতীয় দল রানার্স আপ হয়েছিল। এদিকে ওডিআই-তে রোহিত শর্মার ১১ হাজারের ওপরে রান রয়েছে। একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি ওডিআই-তে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। ওডিআই ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তাঁরই নামে। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন রোহিত।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports