আমেরিকায় মাস্কের অভিবাসন নিয়ে যেখানে বহু প্রশ্ন, অভিযোগ রয়েছে, সেখানে তিনি নিজে বারবার মার্কিন মুলুকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সরব হয়েছেন। যা নিয়ে কথা কম হয়নি। এবার তা নিয়ে সরব বাইডেন।
সদ্য ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিকে সমর্থনের বার্তা দিয়েছেন ইলন মাস্ক। তারপরই ডেমোক্র্যাটদের তরফে জো বাইডেন বলেন,' বিশ্বের ওই ধনকুবের এককালে অবৈধ কর্মী ছিলেন যখন তিনি এখানে ছিলেন (আমেরিকায় আসেন)'। এর আগে মার্কিন সমাজ তোলপাড় করে অভিযোগ ওঠে, যে ধনকুবের ইলন মাস্ক যখন আমেরিকায় তাঁর কেরিয়ার শুরু করেছিলেন, তখন তিনি অবৈধভাবে অভিবাসন নীতি লঙ্ঘন করেছিলেন। এদিকে, সদ্য ভোটমুখী আমেরিকায় মাস্ক তাঁর এক্স প্ল্যাটফর্ম থেকে বারবার অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে সরব হয়েছেন। বারবার তিনি আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে সকলকে সতর্ক করেন।