বাংলা নিউজ > ঘরে বাইরে > Bhopal Gas Tragedy Toxic Waste Update: দুর্ঘটনার ৪০ বছর পর! অবশেষে ভোপাল থেকে গ্রিন করিডর করে সরানো হল বিষাক্ত বর্জ্য
পরবর্তী খবর
ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানার সেই দুর্ঘটনা আজও রক্ত হিম করে দেয় অনেকের। সেই বিভীষিকাময় রাতের প্রায় ৪০ বছর পর অবশেষে সরানো হল বিষাক্ত বর্জ্য। গতকাল রাতে ভোপাল থেকে একধিক ট্রাকে করে খুব সাবধানে সেই বর্জ্য পদার্থ ভোপাল থেকে নিয়ে যাওয়া হল ইন্দোরের কাছে অবস্থিত পিথমপুরে। জানা গিয়েছে, মোট ৩৩৭ টন বর্জ্য পদার্থ ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে সরানো হয় গতকাল। গ্রিন করিডর করে সন্তর্পণে এই বর্জ্য পরিবহণ করা হয়। ভোপাল থেকে পিথমপুরের দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার। আজ ভোরে সেখানে গিয়ে পৌঁছেছে এই বর্জ্য বহনকারী ট্রাকগুলি। (আরও পড়ুন: আমেরিকায় ১৫ জনকে খুন করা 'জঙ্গি' প্রাক্তন সেনাকর্মী, তার গাড়িতে ISIS পতাকা: FBI)