বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh Latest Update: কার কথায় হাসিনার সঙ্গ ত্যাগ করেছিল বাংলাদেশ সেনা? বড় দাবি UN হাইকমিশনারের
পরবর্তী খবর
হাসিনার নির্দেশের পরও আন্দোলনকারীদের রুখতে পথে নামতে অস্বীকার করেছিল সেনা। পরে সেনা 'সেফ প্যাসেজ' দিয়ে হাসিনাকে বাংলাদেশ ছাড়তে দেয়। প্রাথমিক ভাবে দেশের নিয়ন্ত্রণ নেয় সেনা। পরে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করতে সাহায্য করেছিল বাংলাদেশ সেনা। এই ধারাবাহিকতায় বড় ভূমিকা পালন করেছিলেন বলে এবার নিজেই দাবি করলেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। বিবিসির 'হার্ডটক' অনুষ্ঠানে ফলকার এই দাবি করেন। তিনি বলেন, 'ছাত্র এবং সাধারণ জনতার আন্দোলন দমনে যাতে সেনা অংশ না নেয়, তার জন্যে সতর্ক করেছিলাম। এরপরই সরকার পরিবর্তন হয়েছিল সেখানে।' (আরও পড়ুন: লঞ্চের পরেই স্টারশিপের নিয়ন্ত্রণ হারাল স্পেসএক্স, বাহামাসের ওপরে ধ্বংস মহাকাশযান)