Bangladesh Latest Update: কার কথায় হাসিনার সঙ্গ ত্যাগ করেছিল বাংলাদেশ সেনা? বড় দাবি UN হাইকমিশনারের
1 মিনিটে পড়ুন Updated: 07 Mar 2025, 07:01 AM ISTফলকারের কথায়, 'বাংলাদেশে গতবছর জুলাই ও অগস্টে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। তখন আমরা সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছিলাম। আমরা বলেছিলাম, যদি বাংলাদেশি সেনা এই আন্দোলন দমনে নামে, তাহলে তারা আর রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ থাকতে পারবে না। এরপরই আমরা পরিবর্তন দেখলাম বাংলাদেশে।'
