চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানির দিনে চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার ঘটনায় গ্রেফতার হলেন আরও ১১ জন হিন্দু। রিপোর্ট অনুযায়ী, ধৃত ১১ জন হলেন প্রেমনন্দন দাস, রনব দাস, বিধান দাস, বিকাশ দাস, রুমিত দাস, রাজ কাপুর, সামির দাস, শিব কুমার দাস, ওম দাস, অজয় দাস ও দেবী চরণ। তাঁরা সবাই চট্টগ্রাম শহরের কোতোয়ালি সেবক কলোনির বাসিন্দা বলে জানা গিয়েছে। এর মধ্যে ওম দাস সাইফুলকে কুপিয়েছিলেন বলে অভিযোগ। এদিকে গত ২৬ নভেম্বরের হিংসার ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। মোট ছ'টি মামলায় সব মিলিয়ে এখনও গ্রেফতার হয়েছে ৪০ জন। ধৃতরা চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থক বলে অভিযোগ পুলিশের। (আরও পড়ুন: 'ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও...', ইস্যু এক, স্লোগান আরেক!)
আরও পড়ুন: খুলনায় হিন্দু পড়ুয়াকে খুনের ঘটনায় 'ঘনিষ্ঠ বন্ধু' গ্রেফতার, ক্রমে বাড়ছে রহস্য
এর আগে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার ঘটনায় অন্যতম অভিযুক্ত চন্দন দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, চন্দন দাসই নাকি কিরিচ হাতে আইনজীবীকে কুপিয়েছিলেন। সেই সময় তার পরনে ছিল কমলা রঙের গেঞ্জি আর কালো প্যান্ট। কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনের কাছ থেকে চন্দনকে গ্রেফতার করা হয়েছিল। শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ দাবি করেছে, ঘটনার দিন ধারালো অস্ত্র দিয়ে আইনজীবী সাইফুলকে কোপান ওম দাস, চন্দন ও রনব। বাকি আরও অনেকে সাইফুলকে মারতে থাকেন। পুলিশ দাবি করে, তারা নাকি খুনের ভিডিয়ো হাতে পেয়েছে। সেই ভিডিয়ো ফুটেজ দেশে শনাক্ত করা হয়েছে ধৃতদের। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রায় ১৫ থেকে ২০ জন সেই আইনজীবীকে মারছে। এর মধ্যে দু'জন হেলমেট পরে থাকা ব্যক্তি কুপিয়েছে সাইফুলকে।