
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এর আগে অক্সিজেন ট্রেন চালায় ভারতীয় রেল। এবার আরও এক সাফল্যের পালক যোগ হল ভারতীয় রেলের মুকুটে। যুদ্ধের সময়ে সেনাবাহিনীকে দ্রুত একত্রিত করার লক্ষ্যে চালু করা হল সামরিক ট্রেন। সম্প্রতি তৈরি হয়েছে একটি বিশেষ ফ্রেইট করিডোর। আর সেই করিডোর দিয়েই ২১৫ কিলোমিটার পথ পাড়ি দিল সামরিক ট্রেন। যুদ্ধের সরঞ্জাম সমেত এই ট্রেন হরিয়ানার নিউ রেওয়ারি থেকে রাজস্থানের নিউ ফুল্লরা পর্যন্ত যাত্রা করে।
ডেডিকেটেট ফ্রেইট করিডোর, কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং ভারতীয় রেলপথের সম্মিলিত প্রচেষ্টায় এই সামরিক ট্রেন চালু হয়েছে। সশস্ত্র বাহিনীকে একত্রিত করা এবং যুদ্ধের সময় দ্রুত পরিবহণের লক্ষ্যে এই ট্রেনটি ট্রায়ালের ভিত্তিতে চালানো হয়। এই পরিবহণের বিভিন্ন মন্ত্রক ও দফতর সাহায্য এবং সমন্বয়ের মাধ্যমে হয়েছে বলেও জানা গিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সামরিক প্রয়োজনীয়তার স্বার্থে এজাতীয় পরিকাঠামো উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের উদ্বোধন করেছিলেন। সেই করিডোরটি ৩০৬ কিলোমিটার দীর্ঘ ছিল। এই বিশেষ করিডোরগুলির সুবিধা হল, এতে দ্রুত গতিতে ট্রেন গন্তব্য স্থলে পৌঁছতে পারবে। সাধারণ রুটে যখন ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে যেতে পারে, সেখানেই এই করিডোরে ট্রেন যেতে পারে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে। মহারাষ্ট্র, হরিয়ানাকে সংযুক্ত করবে ওয়েস্টার্ন করিডোর। এছাড়া পঞ্জাব আর বাংলাকে সংযুক্ত করতে ইস্টার্ন ফ্রেইট করিডোরও চালু হয়েছে। পশ্চিম আর পূর্ব ডিএফসিগুলির জন্য সম্মিলিত ভাবে ২ হাজার ৮৪৩ কিলোমিটার রেল পথ পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রের তরফে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports