অমিত বাথলা
পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হানা। আর তারপরই হিন্দুত্ববাদী সংগঠন মাঠে নামতে শুরু করেছে। হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠন সংখ্যালঘু সম্প্রদায়ের( মুসলিম) কাশ্মীরিদের হুমকি দিয়ে বলেছে, 'উত্তরাখণ্ড ছেড়ে চলে যাও, না হলে উচিত শিক্ষা দেব।
দু'দিন আগে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সংগঠনের রাজ্য প্রধান ললিত শর্মা বলেন, 'পহেলগাঁওয়ের ঘটনা আমাদের গভীরভাবে আঘাত করেছে। আমরা ঘোষণা করেছি যে আগামীকাল থেকে আমরা যদি দেরাদুনে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও কাশ্মীরি খুঁজে পাই তবে আমরা সেই অনুযায়ী তাদের সাথে 'মোকাবিলা' করব। সকাল ১০টা থেকে হিন্দু রক্ষা দলের দল তাদের বাড়ি থেকে বেরিয়ে আসবে এবং যদি আমরা কোথাও কোনও কাশ্মীরি খুঁজে পাই তবে আমরা তাদের উচিত শিক্ষা দেব।'
তিনি আরও বলেন, আমরা সরকারের মুখ চেয়ে বসে থাকব না। এখন কাজ করার সময়। এমনকী কাশ্মিরী মুসলিমদের লক্ষ্য করে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর বার্তা, এরপর যা হবে তাতে দুবার ভাবতে হবে তোমাদের।
এদিকে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়ো বার্তার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। সিনিয়র পুলিশ সুপার অজয় সিং বলেছেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, '(পহেলগাঁও হামলার পর) আমরা অ্যালার্ট মোডে আছি। সোশ্যাল মিডিয়াতেও নজরদারি চালানো হচ্ছে। এখন পর্যন্ত আমরা প্রায় ২৫টি আপত্তিকর সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে ফেলেছি এবং এর জন্য দায়ী ব্যক্তিদের কাউন্সেলিং করেছি। যদি কোনও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অশান্তি উস্কে দেওয়া বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর বিষয়বস্তু পোস্ট করেন তবে তাদের নোটিশ দেওয়া হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নাসির খুহামি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে হস্তক্ষেপ করে কাশ্মিরীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এদিকে উত্তরাখণ্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের কাশ্মীরি পড়ুয়াদের চিহ্নিত করে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দিল হিন্দু রক্ষা দল। আজ সকাল ১০টার মধ্যে রাজ্য ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন তাঁরা।
দুন গ্রুপ অফ কলেজের অ্যাডমিশন কো-অর্ডিনেটর মহসিন আব্বাস বলেন, 'পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকলেও হুমকির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর গতকাল সন্ধ্যায় একটি কলেজের পাঁচ পড়ুয়া দেরাদুন ছেড়ে চলে যায়। তারা বিমানে করে দিল্লি গিয়েছেন, সেখান থেকে কাশ্মীর যাবেন।