
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শনিবার বিধানসভা নির্বাচনের ফল সামনে আসতেই, এই 'ঐতিহাসিক জনাদেশ' দেওয়ার জন্য মহারাষ্ট্রের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেইসঙ্গে, তোপ দাগলেন সংবিধানের 'ভুয়ো শুভাকাঙ্ক্ষীদের' নিশানা করে।
এদিন ফের একবার কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করেন অমিত শাহ। বলেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের এই ফলাফল আদতে সংবিধানের ভুয়ো শুভাকাঙ্ক্ষীদের দোকান বন্ধ করে দিল।
মহারাষ্ট্রে মহাযুতি-র ক্ষমতায় ফেরা যে নিশ্চিত, সেটা বোঝার পরই নিজের এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করেন অমিত শাহ।
তিনি লেখেন - 'জয় মহারাষ্ট্র। এই ঐতিহাসিক জনাদেশের জন্য আমি মহারাষ্ট্রের মানুষের সামনে মাথানত করছি। মহারাষ্ট্রের এই পবিত্র ভূমি - ছত্রপতি শিবাজী মহারাজ, বাবাসাহেব আম্বেদকর, জ্যোতিবা ফুলে এবং বীর সাভারকরের মাটি। মহাজুতি জোটের প্রতি এই জনাদেশই প্রমাণ করছে, সংস্কৃতি ও দেশ সবার আগে। একইসঙ্গে, এই রায় উন্নয়নের পক্ষে রায়। এই জনাদেশ সেইসব লোকেদের দোকান বন্ধ করে দিল, যারা বিভ্রান্তি ছড়িয়ে ও মিথ্যাচার করে সংবিধানের ভুয়ো শুভাকাঙ্ক্ষী সাজে। এই জয় মহারাষ্ট্রের বাসিন্দাদের জয়।'
প্রসঙ্গত, এর আগে লাল মলাটে মোড়া সংবিধান সঙ্গে রাখার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করেছিলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা বিদায়ী উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।
তিনি বলেন, 'আমি দু'দিন আগেই রাহুল গান্ধীর বিরুদ্ধে যে অভিযোগ করেছিলাম - শহুরে নকশালদের প্রতি তাঁর দুর্বলতা নিয়ে, তা প্রমাণ হয়ে গেল। তিনি ওই লাল বই দেখিয়ে শহুরে নকশাল ও বিড়ম্বনা সৃষ্টিকারীদের কাছ থেকে (রাজনৈতিক) সাহায্য চেয়েছেন। তিনি হয় তাঁদের কোনও সতর্কবার্তা দিতে চেয়েছেন অথবা তাঁদের কাছ থেকে সাহায্য চেয়েছেন। রাহুল গান্ধী রোজই এসব নাটক করেন। রোজই তিনি কোনও না কোনওভাবে সংবিধানের অপমান করেন।'
রাহুল গান্ধী এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন এবং বলেন, ওই বিজেপি নেতা আদতে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকেই অপমান করেছেন।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভোটের ফলাফল সম্পর্কিত যেটুকু তথ্য সামনে এসেছে, সেই অনুসারে - মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট ২৩২টি আসনে হয় জিতেছে অথবা এগিয়ে রয়েছে। অন্যদিকে, কংগ্রেস তথা এমভিএ খুব বেশি হলে মাত্র ৪৭টি আসনে জিততে চলেছে!
এই ফলাফলের ট্রেন্ড এক প্রকার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়ের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানান এবং বলেন, এই জয় দলের উন্নয়নমূলক প্রয়াসগুলির জয়।
নিজের এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, 'উন্নয়নের জয়! সুপ্রশাসনের জয়! ঐক্যবদ্ধ থাকলে আমরা সমবেতভাবে আরও উচ্চতায় পৌঁছব।'
তাঁর শুভেচ্ছাবার্তায় মোদী আরও লেখেন, 'আমার মহারাষ্ট্রের বোন ও ভাইয়েদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এনডিএ-র পক্ষে এই ঐতিহাসিক রায় দেওয়ার জন্য বিশেষ করে রাজ্যের যুব ও মহিলাদের ধন্যবাদ। এই ভালোবাসা এবং উষ্ণতা অতুলনীয়।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports