Aero India 2023: নজরে প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানির উদ্যোগ! 'এয়রো ইন্ডিয়া' শো-তে যুদ্ধবিমানে উঠে এল কোন চমক? Updated: 13 Feb 2023, 08:37 PM IST Sritama Mitra প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানির দিকে পাখির চোখ ভারতের। আর সেই জায়গা থেকে বেঙ্গালুরুতে বায়ুসেনা প্রধানের এই যুদ্ধবিমান চালনার ঘটনা বেশ প্রাসঙ্গিক। বলা যেতে পারে দিনের অন্যতম চমক ছিল এটিই।