কিছুদিন আগেই আয়ারল্যান্ডে এক ৬ বছরের ভারতীয় শিশুকন্যাকে বর্ণবিদ্বেষের মুখে পড়তে হয়। এছাড়াও সেদেশে এক ভারতীয় ট্যাক্সি চালক জাতিবিদ্বেষের শিকার হন। ঘটনার পর আয়ারল্যান্ড ইন্ডিয়া কাউন্সিল ঘোষণা করেছে, ‘আমরা মনে করি যে ভারত দিবস পালনের জন্য এই মুহূর্তে পরিস্থিতি অনুকূল নয়।’ এরপরই আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্সের কড়া বার্তা উঠে এল।
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স তাঁর দেশে ভারতীয়দের উপর সাম্প্রতিক বর্ণবিদ্বেষী হামলার নিন্দা জানিয়ে অভিবাসন এবং সমাজে এর ভূমিকা সম্পর্কে কিছু মূল দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘আয়ারল্যান্ড দীর্ঘকাল ধরে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় দিকে অভিবাসন দ্বারা আকৃতির হয়েছে। যারা আমাদের উপকূল ছেড়ে চলে গিয়েছেন তাঁরা আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকে দূরবর্তী দেশে নিয়ে গিয়েছেন, প্রায়শই অপরিচিতদের উদারতার উপর নির্ভর করেন।’
হিগিন্সবলেন, ‘যাঁরা এখানে (আয়ারল্যান্ডে) তাঁদের জীবন গড়তে এসেছেন, তাদের সঙ্গে আমাদের কেমন আচরণ করতে হবে, তা জানাতে হবে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘এটা ভুলে যাওয়া মানে আমাদের একটা অংশকে হারিয়ে ফেলা।’
হিগিন্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির এমন একটি ভাগ করে নেওয়া মাধ্যম যাকে ‘ঘৃণার বার্তা দিয়ে কখনই বিষাক্ত হওয়া উচিত নয়।’ হিগিন্স বলেন,'আইরিশতার সবচেয়ে মৌলিক এবং স্থায়ী প্রবৃত্তি… আতিথেয়তা, বন্ধুত্ব এবং অন্যের যত্ন।'