বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘Anti-India slogan' in JNU: ‘ফ্রি কাশ্মীর’ লেখা ছবি ভাইরাল, দেশবিরোধী স্লোগান রুখতে কমিটি গঠন JNU-র
পরবর্তী খবর
‘Anti-India slogan' in JNU: ‘ফ্রি কাশ্মীর’ লেখা ছবি ভাইরাল, দেশবিরোধী স্লোগান রুখতে কমিটি গঠন JNU-র
1 মিনিটে পড়ুন Updated: 03 Oct 2023, 11:39 AM ISTMD Aslam Hossain
বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল্যাঙ্গুয়েজ ভবনের দেওয়ালে মুক্ত কাশ্মীরের দাবি করে এবং প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করা এই স্লোগানগুলি লেখা হয়েছে। স্লোগানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এনিয়ে তৎপর হয়েছে।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দিল্লি ক্যাম্পাসের দেওয়ালে 'দেশবিরোধী স্লোগান'। ‘ফ্রি কাশ্মীর’ লেখা স্লোগানের ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই পরিস্থিতিতে ‘দেশবিরোধী’ স্লোগান রুখতে কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে কাজ করবে সেই কমিটি।
একাধিক রিপোর্ট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল্যাঙ্গুয়েজ ভবনের দেওয়ালে মুক্ত কাশ্মীরের দাবি-সহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছে। স্লোগানের ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে তৎপর হয়েছে। স্লোগান মুছে দেওয়ার জন্য তার ওপরে রং করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর সতীশ চন্দ্র গারকোটি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘আমরা আমাদের নিরাপত্তা অফিসারের রিপোর্টের জন্য অপেক্ষা করছি এবং তাঁর পরামর্শ পাওয়ার পর আমরা সমস্যাটি মোকাবিলার জন্য পদক্ষেপ নেব।’
তিনি জানান, ক্যাম্পাসে ‘দেশবিরোধী’ স্লোগানের ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় একটি কমিটি গঠনের পরিকল্পনা করেছে। দেওয়ালে এসব স্লোগান কারা লিখেছে, তা তদন্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের আরও অভিযোগ, শুধু দেওয়ালে স্লোগানই লেখা হয়নি, কয়েকজন অধ্যাপকের নাম ফলকেও কালি করা হয়েছে।