আবারও আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার ৬ বছরের এক ভারতীয় বংশোদ্ভূত এক শিশুকন্যা।আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ডে নিজের বাড়ির বাইরে একদল নাবালক ওই শিশুর উপর নৃশংস হামলা করেছে বলে অভিযোগ। যার জেরে যৌনাঙ্গে গুরুতর আঘাত পেয়েছে সে। তবে শুধু মারধর নয়, শিশুকে বলা হয়েছে, ‘ডার্টি ইন্ডিয়ান, গো ব্যাক টু ইন্ডিয়া!’ গত দুই সপ্তাহে আয়ারল্যান্ডে ভারতীয়দের উপর চতুর্থবার বর্বর হামলার ঘটনা ঘটল। আর সাম্প্রতিক এই বর্ণবিদ্বেষের হামলার ঘটনাগুলো ভারতীয় সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তার সৃষ্টি করেছে। (আরও পড়ুন: ২ মাসে দ্বিতীয়বার আমেরিকায় যাচ্ছেন মুনির, ঘনিষ্ঠতা বাড়ছে মার্কিন-পাক সেনার?)
আরও পড়ুন: 'আরও নিষেধাজ্ঞা জারি হবে', ভারত সংক্রান্ত প্রশ্ন শুনেই বড় দাবি ট্রাম্পের
গত ৪ আগস্ট, সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।সূত্রের খবর, শিশুটি তখন তার বন্ধুদের সঙ্গে বাড়ির সামনেই খেলছিল। শিশুটির মা কিছুক্ষণ মেয়ের খেলা দেখে ঘরে ঢুকে দশ মাসের ছেলেকে খাওয়াতে গেছিলেন। মিনিট খানেকের মধ্যে মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে আসে। এরপর বেশ কিছুক্ষণ সে কথা বলতে পারছিল না ভয়ে।মেয়েটির এক বান্ধবী জানায়, কয়েকজন কিশোর তাকে ঘিরে ধরে মুখে ঘুষি মারে, চুল টেনে ধরে এবং সাইকেলের চাকা ঠেলে দেয় তার যৌনাঙ্গের সামনে।ঘটনার বিবরণ দিয়ে শিশুটির মা এক সংবাদমাধ্যমকে বলেন, 'ও বলেছিল, ওকে পাঁচজন ঘুষি মেরেছে। একজন সাইকেলের চাকা ঠেলেছে ওর প্রাইভেট পার্টে। খুব ব্যথা পেয়েছে। তারা ওকে কুমন্তব্য করেছে, বলেছে ‘গো ব্যাক টু ইন্ডিয়া।' তিনি আরও জানিয়েছেন, এই হামলার পরে তাঁর কন্যাসন্তান ভয়ে রয়েছে। বাড়ির বাইরে পা পর্যন্ত রাখতে চাইছে না। তিনি বলেছেন, ‘আমরা এখানে নিরাপদ নই। বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে। আমার মেয়ে খেলতে পর্যন্ত পারছে না।’ যারা অভিযুক্ত, তারা খোলাখুলি এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ তাঁর। (আরও পড়ুন: কাশ্মীর নিয়ে ২৫টি বই নিষিদ্ধ হল, তালিকায় সুগত বসু, অরুন্ধতী রায়ের লেখা)
আরও পড়ুন: মার্কিন শুল্ক হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে মউ স্বাক্ষর ভারতের
ওই শিশু মা বলেন, 'আমার খুব কষ্ট লাগছে। মেয়েকে রক্ষা করতে পারিনি। ভাবতেই পারিনি এমন কিছু হবে। ভাবতাম এখানে ও নিরাপদ থাকবে।'তিনি এও জানান, হামলার পরপরই অভিযুক্তদের তিনি এলাকায় দেখেছেন। সেই ১২-১৪ বছরের ছেলেরা এখনও আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে।এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। নিগৃহীতা শিশুর মায়ের দাবি, হামলাকারীরাও বয়সে ছোট। তাদের যেন বুঝিয়ে ঠিক পথে আনা হয়।তাদের কাউন্সেলিং ও সঠিক দিশা দেখানো হোক। নিগৃহীতা শিশুর মা একজন নার্স। তিনি গত আট বছর ধরে আয়ারল্যান্ডে থাকেন এবং সম্প্রতি সে দেশের নাগরিকত্ব পেয়েছেন।তিনি জানান, তাঁদের পরিবার চলতি বছরের জানুয়ারিতেই ওয়াটারফোর্ড শহরের কিলব্যারি এলাকায় চলে এসেছিল। কিন্তু এখন তিনি নিজের বাড়ির সামনেও নিরাপদ বোধ করছেন না। (আরও পড়ুন: 'অনেক মূল্য দিতে হবে জানি, তবে ভারত প্রস্তুত আছে', শুল্ক যুদ্ধের আবহে বললেন মোদী)
আরও পড়ুন: ট্রাম্প মুখে ৫০% বললেও ভারতের ওষুধ ও ফোনের ওপর শুল্ক শূন্য, পেট্রোপণ্য ৬.৯ শতাংশ
অন্যদিকে, এই একের পর এক হামলা আয়ারল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ইতিমধ্যেই ক্ষোভ ছড়িয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপে থাকা বহু প্রবাসী এবং মানবাধিকার সংগঠন।গত মাসেই ডাবলিনে এক ভারতীয় ব্যক্তিকে মারধর করে তার জামাকাপড় খুলে নেওয়া হয়েছিল। গত ১৯ জুলাই থেকে এখনও পর্যন্ত ডাবলিনে ভারতীয় বংশোদ্ভূত তিনজনের উপর হামলার ঘটনা সামনে এসেছে।