Assam Flood Latest Update: 'বাড়িটাও জলের তলায়!' অসমে ভয়াবহ বন্যা,৫২জনের মৃত্যু, ২৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
2 মিনিটে পড়ুন Updated: 06 Jul 2024, 02:24 PM ISTঅসমের বন্যা পরিস্থিতির জেরে বহু মানুষ ঘরছাড়া। অস্থায়ী তাঁবুতে দিন কাটছে তাঁদের।
অসমের বন্যা পরিস্থিতির জেরে বহু মানুষ ঘরছাড়া। অস্থায়ী তাঁবুতে দিন কাটছে তাঁদের।
অসমে ভয়াবহ বন্যা। বহু মানুষ ঘরছাড়া। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, সব মিলিয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। বন্যার দ্বিতীয় পর্যায়ে রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ৩০টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্যজুড়ে ২৪ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গত এক মাস ধরে পরিস্থিতি ভয়াবহ , যার ফলে ফসল ধ্বংস ও গবাদি পশুর ক্ষতির পাশাপাশি প্রাণহানি ও পরিকাঠামোগত ক্ষতি হয়েছে। উত্তর-পূর্বের এই রাজ্যটিতে হাজার হাজার মানুষ বন্যার জেরে ঘরছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন।
এএনআইকে জব্বার আলি নামে অসমের এক দুর্গত বাসিন্দা জানিয়েছেন, ভাঙনের কারণে এক মাস আগে আমার ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখন আমি ও আমার পরিবার গ্রামের অন্য একজনের বাড়িতে থাকি। আমাদের কোনো ঘরবাড়ি নেই। আমার দুই মেয়ে, মা ও স্ত্রী। আমরা যে বাড়িতে থাকতাম সেটিও প্লাবিত হয়েছে এবং আমরা এখন একটি ত্রাণ শিবিরে অস্থায়ী তাঁবুর নীচে বাস করছি।