মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে পশ্চিম ভার্জিনিয়ায় একটি আধ্যাত্মিক স্থানে যাওয়ার পথে হারিয়ে গেলেন ৪ জন ভারতীয় বংশোদ্ভূত প্রবীণ নাগরিক। তাঁদের শেষ দেখা গিয়েছিল, গত ২৯ জুলাই পেনসিলভানিয়ার একটি বার্গার কিং-এ। এরপর থেকেই তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর। আর এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে।
আরও পড়ুন-নিজস্ব কারণ রয়েছে! ট্রাম্প মন্তব্যের সমর্থনে রাহুলের থেকে দূরত্ব বাড়ালেন শশী?
৮০-র দশকে পা দেওয়া চারজন আশা দিভান (৮৫), কিশোর দিভান (৮৯), শৈলেশ দিভান (৮৬) এবং গীতা দিভান (৮৪) রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন।জানা গিয়েছে, পরিবারটি নিউ ইয়র্কের বাফেলো থেকে পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে প্রভুপাদের সোনার প্রাসাদে যাচ্ছিল। তাঁদের সঙ্গে একটি হালকা সবুজ টয়োটা ক্যামরি গাড়ি ছিল। সেই সময় তাঁরা নিখোঁজ হয়ে যান।গত ২৯ জুলাই পেনসিলভানিয়ার বার্গার কিং-এর প্রবীণ দলের দুই সদস্যকে শেষবার রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখা গিয়েছিল। সেটি রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। তাঁদের শেষ পরিচিত ক্রেডিট কার্ড লেনদেনও একই স্থানে পাওয়া গিয়েছে। এর কিছুক্ষণ পরেই, মঙ্গলবার দুপুর ২:৪৫ মিনিটে পেনসিলভানিয়া রাজ্য পুলিশের একজন লাইসেন্স প্লেট রিডার তাঁদের গাড়িটি আই-৭৯-এ দক্ষিণ দিকে যাওয়ার সময় তুলে নিয়ে যায়। পরিবারটি তখন গাড়িতে ছিলেন না। গাড়ি করে তাঁরা পিটসবার্গ এবং তারপর পশ্চিম ভার্জিনিয়ার মাউন্ডসভিলে যাচ্ছিলেন। কিন্তু সেদিন থেকে চারজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল এবং ওহিও উভয় কাউন্টির ডেপুটিরা শহরের কাছাকাছি সড়কপথে অনুসন্ধান চালাচ্ছেন। রবিবার হেলিকপ্টার এর মাধ্যমে অনুসন্ধান করা হবে।
আরও পড়ুন-নিজস্ব কারণ রয়েছে! ট্রাম্প মন্তব্যের সমর্থনে রাহুলের থেকে দূরত্ব বাড়ালেন শশী?
গাড়িটিকে জাতীয় অপরাধ তথ্যকেন্দ্রের ডাটাবেসে প্রবেশ করানো হয়েছে। নিউ ইয়র্কের বাফেলোতেও নিখোঁজ ব্যক্তিদের একটি রিপোর্ট দাখিল করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, 'দুই দম্পতি যারা ভ্রমণ করছিলেন তারা বর্তমানে নিখোঁজ। আমরা সকলেই গভীরভাবে উদ্বিগ্ন। যদি কেউ তাদের কাছ থেকে শুনে থাকেন বা কোনও আপডেট পেয়ে থাকেন, তাহলে দয়া করে যোগাযোগ করুন। আশা করি তারা নিরাপদে আছেন এবং শীঘ্রই তাদের খুঁজে পাওয়া যাবে। নিখোঁজ ব্যক্তিদের মোবাইল ফোনের সিগন্যাল ট্র্যাক করে তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। অনলাইনে প্রচারিত একটি নিখোঁজ ব্যক্তিদের পোস্টারে নিখোঁজ ব্যক্তিদের নাম এবং ছবি রয়েছে এবং তথ্য থাকা যে কারও কাছে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।' মার্শাল কাউন্টির শেরিফ মাইক ডোহার্টি জানিয়েছেন, গাড়ি বা যাত্রীদের কোনও খোঁজ এখনও মেলেনি।